আফগান কারাগারে হামলায় ৩৭জন নিহত
  2020-08-04 15:11:54  cri

অগাস্ট ৪: আফগান সরকারি কর্মকর্তা গতকাল (সোমবার) জানান, আফগান নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশের কারাগারে গুলাগুলি হয়েছে। এতে ৩৭জন নিহত এবং ৫০জন আহত হয়েছে। কিছু বন্দী কারাগার থেকে পালিয়ে গেছে।

গত রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় জঙ্গিরা নানগারহার কারাগারের দেয়ালের বাইরে গাড়িবোমা বিস্ফোরণ ঘটায়। এরপর তারা কারাগারে প্রবেশ করার চেষ্টা করে। এ সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের গুলি বিনিময় হয়।

জানা গেছে, হামলাকারী ৮ সন্ত্রাসী নিহত হয়েছে। নিহত অন্য ২৯জন কারাগারের বন্দী, পাহারাদার ও নিরাপত্তা কর্মী।

উল্লেখ্য, ওই কারাগারে ১৫০০ বন্দী রয়েছে; এর মধ্যে ৩০০জন আইএস সদস্য।

(ইয়াং/তৌহিদ/ফেই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040