চীনের পেইতৌ ন্যাভিগেশন চিপ বিশ্বের উন্নত মানের
  2020-08-04 15:10:29  cri
অগাস্ট ৪: চীনের পেইতৌ ন্যাভিগেশন ব্যবস্থাপনা কার্যালয়ের প্রধান রান ছেং চি গতকাল (সোমবার) বেইজিংয়ে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে জানান, ২৮ ন্যানো পেইতৌ ন্যাভিগেশন চিপ তৈরি করা হয়েছে। ২২ ন্যানো-চিপও খুব শিগগিরি উত্পাদন করা হবে।

তিনি জানান, পেইতৌ চিপ আন্তর্জাতিক মানের। বর্তমানে অধিকাংশ মোবাইল পেইতৌ চিপ সাপোর্ট করে। চীনের উপগ্রহ ন্যাভিগেশন ও লোকেশন পরিষেবার মূল্য চলতি বছর ৪০০ বিলিয়ন ইউয়ান হতে পারে।

পেইতৌ চিপের গুণগতমান ভালো এবং দামও বেশি নয়। এখন সবচেয়ে সস্তা চিপটি ১ ডলারেও কম। চীনের ৪০০টি প্রতিষ্ঠান এবং ৩ লাখ বৈজ্ঞানিক কর্মকর্তা পেইতৌ প্রকল্পের সঙ্গে যুক্ত রয়েছেন।

(ইয়াং/তৌহিদ/ফেই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040