সিনচিয়াংয়ে পর্যবেক্ষণ ব্যবস্থাকে 'আক্রমণাত্মক' বলে অপবাদ দিয়েছেন পম্পেও
  2020-08-04 13:53:10  cri

অগাস্ট ৪: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সম্প্রতি চীনের সিনচিয়াংয়ে পর্যবেক্ষণ ব্যবস্থাকে 'আক্রমণাত্মক' বলে অপবাদ দিয়েছেন। এ সম্পর্কে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন গতকাল (সোমবার) বেইজিংয়ে বলেন, সিনচিয়াংয়ে আধুনিক প্রযুক্তি দিয়ে সামাজিক প্রশাসন জোরদার করার ব্যবস্থাকে উইঘুর সংখ্যালঘু জাতি-বিরোধী ব্যবস্থা হিসেবে মিথ্যাচার করেছে ওয়াশিংটন। চীনের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করা এবং সিনচিয়াংয়ের স্থিতিশীলতায় ক্ষতি করার প্রচেষ্টার তীব্র বিরোধিতা করে চীন।

চীনা মুখপাত্র বলেন, আধুনিক প্রযুক্তি ও বিগ ডেটা দিয়ে সামাজিক ব্যবস্থাপনার মান বাড়ানো প্রচলিত ব্যবস্থা। যুক্তরাষ্ট্রেও এমন ব্যবস্থা আছে। আইন অনুযায়ী জনসমাগমের এলাকায় নজরদারি করে অপরাধ প্রতিরোধ করা হয়, এটি বিশেষ কোনও জাতির বিরুদ্ধে নয়। এ ব্যবস্থা জনগণের সমর্থনও পেয়েছে।

তিনি আরও বলেন, মার্কিন প্রযুক্তি দিয়ে ব্যাপকভাবে নজরদারির ব্যবস্থাই মূলত 'আক্রমণাত্মক'! এটি গোটা বিশ্বে সমালোচিত হচ্ছে।

(ইয়াং/তৌহিদ/ফেই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040