সিনচিয়াং উত্পাদন ও নির্মাণ প্রতিষ্ঠানের উপর মার্কিন নিষেধাজ্ঞায় চীনের তীব্র নিন্দা
  2020-08-04 13:51:47  cri

অগাস্ট ৪: গত শুক্রবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয় যৌথভাবে চীনের সিনচিয়াংয়ের উত্পাদন ও নির্মাণ প্রতিষ্ঠানের দুই কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে। এ সম্পর্কে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন সোমবার বেইজিংয়ে এক প্রেস ব্রিফিংয়ে এর তীব্র নিন্দা জানান এবং যুক্তরাষ্ট্রকে এ ভুল সিদ্ধান্ত বাতিলের তাগিদ দেন।

চীনা মুখপাত্র বলেন, ওয়াশিংটনের এ সিদ্ধান্ত চীনের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ ও আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নিয়মের লঙ্ঘন করেছে। চীন এর দৃঢ় বিরোধিতা করে ও তীব্র নিন্দা জানায়।

তিনি আরও বলেন, সিনচিয়াং ইস্যুটি মানবাধিকার, জাতিগত বা ধর্মীয় বিষয় নয়; এটি সন্ত্রাসদমন ও বিছিন্নতাবাদ রোধসংক্রান্ত বিষয়। সিনচিয়াং চীনের অভ্যন্তরীণ বিষয়। এতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ করার কোনও অধিকার নেই। সিনচিয়াং উত্পাদন ও নির্মাণ প্রতিষ্ঠান স্থানীয় বিভিন্ন জাতির মানুষের সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে। তারা সিনচিয়াংয়ের উন্নয়ন, জাতীয় সংহতি, সামাজিক স্থিতিশীলতা বজায় রাখা এবং সীমান্ত রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। চীন নিজের সার্বভৌমত্ব ও উন্নয়ন রক্ষা করবে এবং সন্ত্রাসদমন ও দেশের বিছিন্নতাবাদীদের দমন করবে। মার্কিন পক্ষকে সংশ্লিষ্ট ভুল সিদ্ধান্ত তুলে নিয়ে চীনের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ বন্ধ করার তাগিদ দেয় চীন। মার্কিন পক্ষ যদি বেপরোয়াভাবে নিজের ইচ্ছামতো আগায়, তাহলে চীন যথাযথ পদক্ষেপ নিতে বাধ্য হবে বলেও উল্লেখ করেন মুখপাত্র।

(ইয়াং/তৌহিদ/ফেই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040