মে ডে
  2020-08-04 13:46:48  cri

মে ডে চীনের তাইওয়ান প্রদেশের একটি রক সঙ্গীত ব্যান্ড। এই ব্যান্ডের পাঁচ জন সদস্য আছেন।

মে ডে-র পূর্ব নাম 'সো ব্যান্ড'। ১৯৯৭ সালের ২৯ মার্চ আনুষ্ঠানিকভাবে নামটি পরিবর্তন করে রাখা হয় 'মে ডে'।

১৯৯৮ সালের জুন মাসে, মে ডে রক সঙ্গীত কোম্পানিতে যোগ দেয়। ১৯৯৯ সালের ৭ জুলাই ব্যান্ডের প্রথম অ্যালবাম 'উন্মত্ত বিশ্ব' বাজারে আসে। এতে অন্তর্ভুক্ত করা হয়েছে 'উন্মত্ত বিশ্ব', 'ভালোবাসার চেহারা'সহ ছয়টি ম্যান্ডারিন ভাষার সঙ্গীত এবং 'জিমিং ও ছুন চিয়াং'সহ ছয়টি হোকিনিস ভাষার সঙ্গীত। একই বছরের ২৮ অগাস্ট ব্যান্ডটি তাইওয়ান প্রদেশের তাইপেই শহরে প্রথম কনসার্ট আয়োজন করে।

২০০০ সালের ৭ জুলাই, মে ডে ব্যান্ডের দ্বিতীয় অ্যালবাম 'ভালোবাসা জিন্দাবাদ' প্রকাশিত হয়। এতে অন্তর্ভুক্ত রয়েছে 'একাকীকে শেষ করা', 'স্নেহশীল'সহ ১২টি গান। একই বছরের অগাস্ট মাসে মে ডে-র ভ্রাম্যমান কনসার্ট আয়োজিত হয়।

২০০১ সালের ১৬ মে, মে ডে জাপানে তাদের জাপানি সংস্করণের অ্যালবাম 'কল মি নাম্বার ওয়ান' প্রকাশ করে। একই বছরের ৬ জুলাই, মে ডে ব্যান্ডের তৃতীয় অ্যালবাম 'জনবহুল' বাজারে আসে। এই অ্যালবামটি ছিল মে ডে-কে অস্থায়ীভাবে সঙ্গীত মহল থেকে সরিয়ে নেয়ার প্রস্তুতিমূলক কাজ। একই বছর ব্যান্ডটি 'তুমি কোথায় যাবে' নামের কনসার্ট আয়োজন করে।

২০০৩ সালের এপ্রিল মাসে ব্যান্ডের শ্রেষ্ঠ ও জনপ্রিয় গান নিয়ে মে ডে-র অ্যালবাম 'আমরা মে ডে' রিলিজ হয়। একই বছরের জুলাই মাসে, এর নতুন গান 'অস্ত্র' বাজারে আসে।

২০০৩ সালের ১১ নভেম্বর মে ডে 'টাইম মেশিন' নামের অ্যালবাম প্রকাশ করে সঙ্গীতের জগতে ফিরে আসে।

২০০৪ সালে সঙ্গীতের জগতে ফিরে আসার জন্য মে ডে 'আকাশের শহর' নামের কনসার্ট আয়োজন করে। একই বছরের ৫ নভেম্বর মে ডে-র অ্যালবাম 'দেবতার ছেলেরা নাচ করে' রিলিজ হয়।

২০০৫ সালের মে মাসে মে ডে-র কনসার্টবিষয়ক অ্যালবাম 'ফাইনাল হোম' বাজারে আসে। ২৬ অগাস্ট ব্যান্ডের প্রথম স্বরচিত শ্রেষ্ঠ গান নিয়ে 'জাস্ট মাই প্রাইড' নামের অ্যালবাম প্রকাশিত হয়। এতে অন্তর্ভুক্ত রয়েছে 'সন্তোষজনক' এবং 'প্রেমে পড়ছে'সহ ছয়টি নতুন গান।

২০০৬ সালের ২৯ ডিসেম্বর মে ডে-র ষষ্ঠ অ্যালবাম 'ভালোবাসার জন্য জন্ম' বাজারে আসে। এতে অন্তর্ভুক্ত রয়েছে 'দেবতা', 'মোটরসাইকেল ডায়েরি'সহ ১৩টি গান।

২০০৭ সালের ২০ জুলাই ব্যান্ডের অ্যালবাম 'পৃথিবীপৃষ্ঠ থেকে চলে যাও' প্রকাশিত হয়।

প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় সঙ্গীত ব্যান্ড মে ডে-র সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং ব্যান্ডের কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে। (শুয়েই/আলিম/সুবর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040