বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াবে চীন ও দক্ষিণ কোরিয়া
  2020-08-04 13:20:56  cri
অগাস্ট ৪: চীন ও দক্ষিণ কোরিয়া নিজ দেশের করোনাভাইরাস মহামারি প্রতিরোধের অবস্থা ও দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের চাহিদা অনুযায়ী বিভিন্ন ক্ষেত্রে দু'দেশের বিনিময় ও সহযোগিতা জোরদার করবে।

গতকাল (সোমবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে এ মন্তব্য করেছেন।

গত সপ্তাহে, চীন ও দক্ষিণ কোরিয়ার আর্থ-বাণিজ্যিক কমিশন চীনের ছিংতাও শহরে ২৪তম অধিবেশন আয়োজন করে। মহামারির পর এই প্রথম কোনও দেশের সঙ্গে মুখোমুখি সরকারি আর্থ-বাণিজ্যিক সহযোগিতা সম্মেলন করল চীন।

এ সম্পর্কে ওয়াং ওয়েন বিন বলেন, চীন ও দক্ষিণ কোরিয়া পরস্পরের ভালো প্রতিবেশী ও সহযোগী অংশীদার। ভাইরাস সংক্রমণের পর দু'দেশ সর্বপ্রথম যৌথ প্রতিরোধে সহযোগিতা করেছে। যা আন্তর্জাতিক ভাইরাস প্রতিরোধে দৃষ্টান্ত রেখেছে। এটি আঞ্চলিক ও বিশ্বের আর্থ-বাণিজ্যিক সহযোগিতা পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ।

(শুয়েই/তৌহিদ/জিনিয়া)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040