যুক্তরাষ্ট্রের উচিত বাণিজ্য ইস্যু নিয়ে রাজনীতি না করা
  2020-08-04 11:09:48  cri
অগাস্ট ৪: যুক্তরাষ্ট্র কিছু চীনা সফটওয়ার কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেবে। মার্কিন এ ঘোষণা প্রসঙ্গে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন গতকাল (সোমবার) বেইজিংয়ে বলেন, চীন যুক্তরাষ্ট্রকে আর্থ-বাণিজ্যিক বিষয় নিয়ে রাজনীতি না-করা এবং দেশের নিরাপত্তা ধারণা নিয়ে বৈষম্য বন্ধ করার আহ্বান জানায়।

ওয়াং ওয়েন বিন বলেন, কোনও প্রমাণ ছাড়া যুক্তরাষ্ট্র কিছু চীনা প্রতিষ্ঠানকে 'অবৈধ' হিসেবে নির্ধারণ করেছে ও হুমকি দিয়েছে। এটি বাজার অর্থনীতির লঙ্ঘন এবং যুক্তরাষ্ট্রের তথাকথিত ন্যায় ও স্বাধীনতা রক্ষার ক্ষেত্রে দ্বৈত মানদণ্ডের প্রতিফলন। এ ঘোষণা বিশ্ব বাণিজ্য সংস্থার উন্মুক্ত, স্বচ্ছ, বৈষম্যহীন নীতিও লঙ্ঘন করেছে। চীন এর দৃঢ় বিরোধিতা করে।

তিনি যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিক সমাজের কথা শোনার পরামর্শ দেন। সেই সঙ্গে, যুক্তরাষ্ট্রে বিভিন্ন দেশের পুঁজির জন্য উন্মুক্ত, ন্যায় ও বৈষ্যমহীন পরিবেশ সৃষ্টি করা, আর্থ-বাণিজ্যিক বিষয়ে রাজনীতিকরণ না-করা এবং দেশীয় নিরাপত্তার বিষয়ে বৈষম্য বন্ধ করার আহ্বান জানান।

(শুয়েই/তৌহিদ/জিনিয়া)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040