উহানে করোনাভাইরাসের আন্তঃপ্রজাতি সংক্রমণের প্রমাণ নেই
  2020-08-04 11:09:14  cri

অগাস্ট ৪: বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি প্রকল্পের দায়ত্বশীল কর্মকর্তা মাইকেল রায়ান সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক সাংবাদিক সম্মেলনে বলেন, চীনের উহান শহরে সার্স ভাইরাসের জন্য বিশেষ তত্ত্বাবধান ব্যবস্থা আছে। এ কারণে উহান শহর করোনাভাইরাসের সতর্কতা জানিয়েছিল। তবে, এটি উহানে করোনাভাইরাসের আন্তঃপ্রজাতি সংক্রমণ হয়েছে- এমন ধারণা প্রমাণ করে না।

মাইকেল রায়ান বলেন, চীনের বিশেষজ্ঞরা প্রথম পর্যায়ের তদন্তের তথ্য ও পরীক্ষার উপকরণ দিয়েছেন, ব্যাপক গবেষণা ও তত্ত্বাবধানের কাজ করেছেন। তবে করোনাভাইরাসের পশু থেকে মানুষে সংক্রমণের জায়গাটা কোথায়, তা নির্ধারণ করতে, আরো অনেক গবেষণা ও তদন্ত প্রয়োজন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাসচিব তেদ্রোস আধানম এদিন ঘোষণা করেন, এ সপ্তাহে একটি মাস্ক চ্যালেঞ্জ চালু করা হবে। যাতে বিশ্বের বিভিন্ন দেশের জনগণকে মাস্ক পরার ছবি পাঠিয়ে উত্সাহ দেওয়া হবে। তিনি বলেন, মাস্ক হলো ভাইরাস সংক্রমণ প্রতিরোধের অন্যতম পদ্ধতি। এটি ঐক্যের প্রতীকও বটে।

তিনি জোর দিয়ে বলেন, অনেক দেশ প্রমাণ করেছে যে, করোনাভাইরাসের মহামারি ও ভাইরাস সংক্রমণ প্রতিরোধ করা সম্ভব। যেমন চীন, দক্ষিণ কোরিয়া ও ইতালি। যদি সরকার ও কমিউনিটি নিজ দায়িত্ব ও কাজ ভালোভাবে সম্পন্ন করে, তাহলে করোনাভাইরাসের মহামারির প্রাদুর্ভাব কমানো যায়।

(শুয়েই/তৌহিদ/জিনিয়া)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040