সহজ চীনা ভাষা: সচ্ছল সমাজ
  2020-08-03 17:09:13  cri

বন্ধুরা, গত অনুষ্ঠানে আমরা কমিউনিস্ট পার্টির মৌলিক আকাঙ্ক্ষা সম্পর্কে জানিয়েছিলাম। সেটি হলো- চীনা জনগণের সুখী জীবন ও চীনা জাতির পুনরুত্থানের স্বপ্ন। সেই সঙ্গে, জনগণের সুখী জীবনের জন্য চীনা নেতাদের অবদান এবং বিভিন্ন লক্ষ্য স্থাপন করা। এর মধ্যে গুরুত্বপূর্ণ একটি লক্ষ্য হলো: 建设小康社会 অর্থাত 'সিয়াও খাং সমাজ' প্রতিষ্ঠা করা। 'সিয়াও খাং'-এর অর্থ কি? 'সিয়াও খাং সমাজ' মানে কি? এ সম্পর্কে অনেক কিছু বলা যায়।

'সিয়াও খাং' শব্দটি চীনের প্রথম প্রাচীন কবিতাসংগ্রহ 'শি চিং'-এ প্রথমবারের মতো উল্লেখ করা হয়। এতে 'সিয়াও খাং' শব্দ দিয়ে এক ধরনের শান্তি, স্থিতিশীল ও সুখী জীবনের কথা বর্ণনা করা হয়েছে এবং এমন জীবনের প্রতি মানুষের প্রত্যাশার কথা বলা হয়েছে। চীনের কনফুসিয়াস মতবাদে 'সিয়াও খাং' হলো- দেশের সুষ্ঠু রাজনীতি, সামাজিক স্থিতিশীলতা, জনগণের সচ্ছল জীবন ও সুখী অবস্থা। লিগালিজমের (Legalism ) ধারনায়, 'সিয়াও খাং' মানে সমাজের অর্থনৈতিক সমৃদ্ধি, আইন ও শৃঙ্খলা মেনে চলা, আর প্রতিটি ব্যক্তির প্রতি সম্মান। প্রাচীনকালে 'সিয়াও খাং' শব্দটির নির্ধারিত কোনও অর্থ ছিল না। তবে, এর সবগুলো অর্থই জনগণের শান্তিপূর্ণ সচ্ছল জীবন ও সমৃদ্ধ সমাজের সঙ্গে জড়িত ছিল। তাই, 'সিয়াও খাং সমাজ' দিয়ে সংক্ষিপ্তভাবে 'সচ্ছল সমাজ' বোঝানো হয়।

১৯৭৯ সালে চীনের নেতা তেং সিয়াও পিং প্রথমবারের মত 'সিয়াও খাং সমাজ প্রতিষ্ঠা' দেশের উন্নয়ন পরিকল্পনা হিসেবে উল্লেখ করেন। পরবর্তীতে সচ্ছল সমাজ প্রতিষ্ঠা চীনের উন্নয়নের গুরুত্বপূর্ণ লক্ষ্য হিসেবে নির্ধারিত হয়। বর্তমানে সচ্ছল সমাজের অর্থ প্রাচীনকালের অর্থের চেয়েও অনেক সমৃদ্ধ। বর্তমানে জনগণের জীবন শান্তিপূর্ণ ও সম্পদশালী, স্থিতিশীল সুষম সমাজ, অর্থনৈতিক সমৃদ্ধির পাশাপাশি সংস্কৃতি, শিক্ষা, আইন, গণতন্ত্রসহ সমাজের বিভিন্ন খাতের উন্নয়ন হয়েছে। সংক্ষিপ্তভাবে বলা যায়, সচ্ছল সমাজে জনগণের জীবন আরও সুখের হবে। অষ্টাদশ জাতীয় কংগ্রেসে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ২০২১ সালের মধ্যে সার্বিক সচ্ছল সমাজ গঠনের প্রস্তাব দেন। তিনি বলেন, 'সার্বিকভাবে' প্রতিটি জাতি, প্রতিটি অঞ্চল- বিশেষ করে গ্রামের কোনও মানুষ যেন বাদ না পড়ে। ১৪০ কোটি মানুষের বড় দেশ হিসেবে এটি ভীষণ কঠিন কাজ। তবে চীনের নেতা ও জনগণ এ লক্ষ্য বাস্তবায়ন করতে দৃঢ়প্রতিজ্ঞ এবং গ্রামাঞ্চলের দারিদ্র্যবিমোচন করা, গ্রামীণ অর্থনীতি উন্নত করা, সামাজিক নিশ্চয়তা-ব্যবস্থা সুসম্পন্ন করাসহ অনেক কাজ করছে। চীনা নেতার নেতৃত্বে প্রাচীনকালের আদর্শ জীবনের প্রতি মানুষের চিন্তা ও আকাঙ্ক্ষা এখন বাস্তবায়িত হচ্ছে।

小康社会 xiǎo kāng shè huì সচ্ছল সমাজ

富裕的 fù yù de সচ্ছল 富裕的家庭 fù yù de jiā tíng সচ্ছল পরিবার

幸福的 xìng fú de সুখী 幸福的生活 xìng fú de sheng huó সুখী জীবন

稳定的wěn ding de স্থিতিশীল 稳定的社会wěn ding de shè huì স্থিতিশীল সমাজ

建设 jiàn shè প্রতিষ্ঠা করা/নির্মাণ করা 建设高楼 jiàn shè gāo lóu উঁচু ভবন নির্মাণ করা 建设国家 jiàn shè guó jiā দেশ প্রতিষ্ঠা করা 建设小康社会 jiàn shèxiǎo kāng shè huì সচ্ছল সমাজ প্রতিষ্ঠা করা

实现 shí xiàn বাস্তবায়ন করা 实现目标 shí xiàn mù biāo লক্ষ্য বাস্তবায়ন করা 实现愿望 shí xiàn mèng xiǎng স্বপ্ন বাস্তবায়ন করা

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040