ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত
  2020-08-03 16:28:21  cri

অগাস্ট ৩: ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি গতকাল (রোববার) এই টুইটে বলেন, লক্ষণ না-থাকলেও, তিনি ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ইতোমধ্যেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

একই দিন ভারতের উত্তর প্রদেশের শিক্ষামন্ত্রী কমল রাণি এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। ভারতে বেশ কয়েকদিন ধরে দৈনিক গড়ে ৫০ হাজারের বেশি লোক ভাইরাসে আক্রান্ত হচ্ছেন।

এদিকে, রুশ গবেষকরা বলছেন, কোভিড-১৯ ভাইরাস নিয়ে গবেষণা করছেন তাঁরা। ভাইরাসের উত্স প্রকৃতি বলেও তারা নিশ্চিত হয়েছেন।

ওদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র রিপোর্টে বলা হয়েছে, গতকাল (রোববার) সকাল ১০টা পর্যন্ত, বিশ্বে কোভিড-১৯ রোগে আক্রান্ত রোগীর মোট সংখ্যা গত শনিবারের চেয়ে ২ লাখ ৬২ হাজার ৯২৯ জন বেশি ছিল। এদিন মারা গেছেন মোট ৫৮৫১ জন। (ওয়াং হাইমান/আলিম/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040