বিশ্বে কোভিড-১৯ মহামারীতে আক্রান্ত রোগী ১ কোটি ৮০ লাখেরও বেশি: জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়
  2020-08-03 16:27:38  cri

অগাস্ট ৩: কোভিড-১৯ মহামারী সম্পর্কে গতকাল (রোববার) মার্কিন জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত এক রিপোর্টে বলা হয়েছে, এদিন রাত ৯টা ৩৪ মিনিট পর্যন্ত, বিশ্বে এই ভাইরাসে আক্রান্ত রোগীর মোট সংখ্যা ১ কোটি ৮০ লাখ ২৫৬৭ জন ছিল। এদের মধ্যে এ পর্যন্ত ৬ লাখ ৮৭ হাজার ৯৩০ জন মারা গেছেন।

রিপোর্ট অনুসারে, যুক্তরাষ্ট্রে ৪৬ লাখ ৬৫ হাজার ৯৩২ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ১ লাখ ৫৪ হাজার ৮৪১ জন মারা গেছেন। তা ছাড়া, এই ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৪ লাখ ছাড়িয়েছে এমন দেশগুলোর মধ্যে রয়েছে ব্রাজিল, ভারত, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা, মেক্সিকো ও পেরু। (ওয়াং হাইমান/আলিম/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040