করদাতাদের টাকা নিয়ে পম্পেও ব্যক্তিগত ভোজসভা ও সফর করেছেন: মার্কিন গণমাধ্যম
  2020-08-03 15:00:50  cri

অগাস্ট ৩: মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়, মে মাস থেকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ও তাঁর পরিবার 'জনগণের সম্পদকে ব্যক্তিগত কাজে ব্যবহার' করেছেন। এ বিষয়ে মার্কিন গণমাধ্যমে বিস্তারিত তথ্য প্রকাশিত হয়েছে।

এনবিসি'র খবরে বলা হয়, ২০১৮ সালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হওয়ার পর পম্পেও একাধিকবার করদাতাদের টাকা ব্যয় করে স্ত্রী সুসানকে নিয়ে নিয়মিত সান্ধ্যভোজের আয়োজন করেছেন। এসব ভোজে তিনি রাজনীতি, বাণিজ্য, মিডিয়া ও বিনোদন মহলের ব্যক্তিদের অভ্যর্থনা জানিয়েছিলেন। গত মার্চ থেকে মহামারির কারণে এসব বন্ধ হয়েছে। এ পর্যন্ত পম্পেও ২৪টি ভোজসভার আয়োজন করেছেন।

এ ছাড়া পম্পেও সরকারি সফরে গিয়ে রিপাবলিকান পার্টির অর্থদাতাদের সঙ্গে দেখা করেছেন। নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়, গত জানুয়ারি মাসে, সরকারি সফরে ফ্লোরিডা গিয়ে পম্পেও গোপনে রিপাবলিকান পার্টির কয়েকজন অর্থদাতার সঙ্গে সাক্ষাত্ করেন। খবরে বলা হয়, পম্পেও কানসাস রাজ্যের সিনেটর নির্বাচনে অংশ নিতে চান এবং ২০২৪ সালে প্রেসিডেন্ট নির্বাচনেও অংশগ্রহণ করতে চান।

(শুয়েই/তৌহিদ/জিনিয়া)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040