মার্কিনীরা এখন একগুঁয়ে আচরণ করছে: ইলন মাস্ক
  2020-08-03 14:59:59  cri

অগাস্ট ৩: যুক্তরাষ্ট্রের কনজিউমার নিউজ অ্যান্ড বিজনেস চ্যানেল সিএসবিসি'র খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের বিদ্যুত্চালিত গাড়ি উত্পাদনকারী কোম্পানি টেসলার সিইও ইলন মাস্ক সম্প্রতি যুক্তরাষ্ট্রের 'অটোমোটিভ নিউজ' ওয়েবসাইটে এক সাক্ষাত্কারে বলেন, তিনি মনে করেন এখন মার্কিনীরা খুব অহংকারী ও একগুঁয়ে আচরণ করছে।

সাক্ষাত্কারে 'যদি চীন বিশ্বের বিদ্যুত্চালিত গাড়ি কৌশলের নেতা হয়' এমন কথার প্রেক্ষিতে তিনি বলেন, চীন আমাকে বিস্মিত করেছে। চীনারা খুব স্মার্ট ও পরিশ্রমী। তারা অহংকারী নয়। এদিকে যুক্তরাষ্ট্রকে দেখুন, মার্কিনীরা একেবারে বিপরীত আচরণ করছে।

খবরে বলা হয়, মাস্ক আরও বলেন, যুক্তরাষ্ট্র দীর্ঘ সময় ধরে বিশ্বকে নেতৃত্ব দিয়েছে। দীর্ঘ সময় নেতৃত্বের কারণে হয়তো মনে করছে যে, সবসময় এ অবস্থাই থাকা উচিত। যেমন, কিছু পেশাদার খেলোয়াড়; যারা অনেকবার চ্যাম্পিয়ন হয়েছেন। এরপর তারা অহংকার শুরু করেন ও পরে তারা হেরে যান।

(শুয়েই/তৌহিদ/জিনিয়া)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040