২৩তম শাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব সমাপ্ত
  2020-08-03 14:58:52  cri

অগাস্ট ৩: নয় দিনব্যাপী ২৩তম শাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব গতকাল (রোববার) শেষ হয়েছে।

মহামারির প্রাদুর্ভাব কাটিয়ে উঠে এবারের উত্সবে প্রথমবারের মতো সিনেমা হল, খোলা মাঠ এবং অনলাইনসহ বিভিন্ন পদ্ধতিতে সিনেমা প্রদর্শন করা হয়। এতে ১.৬ লাখ পার্সন টাইমস দর্শক অংশ নেন। এর মধ্যে সিনেমা হলে চলচ্চিত্র দেখেছেন ১ লাখ ৪৭ হাজারেরও বেশি মানুষ।

এবারের চলচ্চিত্র উত্সবের সব টিকিট অনলাইনে বিক্রি করা হয়। শাংহাইয়ের নির্ধারিত ২৯টি সিনেমা হলে ৩২০টিরও বেশি দেশি-বিদেশি চলচ্চিত্র মুক্তি পায়। নিয়ম অনুযায়ী, প্রতিটি চলচ্চিত্র প্রদর্শনের সময় সিনেমা হলে দর্শকের সংখ্যা ৩০ শতাংশের নিচে রাখা হয়। দর্শকদের শরীরের তাপমাত্রা পরিমাপ করা, স্বাস্থ্য কোড দেখা, ব্যক্তিগত তথ্য নিবন্ধন করা এবং সিনেমা হলে মাস্ক ব্যবহার করা বাধ্যতামূলক ছিল। এসব ব্যবস্থায় ব্যাপক সমর্থন জানান দর্শকরা।

শাংহাইয়ের ৭টি বাণিজ্যিককেন্দ্র এবং ৩০টিরও বেশি কমিউনিটিতে খোলা মাঠে চলচ্চিত্র দেখানো হয়। পরিসংখ্যান অনুযায়ী, খোলা মাঠে ৫০টি চলচ্চিত্র প্রদর্শন করা হয়। সাড়ে ১৩ হাজারের বেশি দর্শক এতে অংশ নেন।

(শুয়েই/তৌহিদ/জিনিয়া)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040