হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চল 'চীনের মূল-ভূভাগের নিউক্লিক এসিড টেস্ট সহায়তা দলকে' স্বাগত জানায়
  2020-08-03 14:21:22  cri
সংবাদ পর্যালোচনা

অগাস্ট ৩: হংকংয়ে নভেল করোনাভাইরাস নিউমোনিয়া মহামারী প্রতিরোধ ও নিয়ন্ত্রণ পরিস্থিতি সম্প্রতি বেশ গুরুতর হয়ে উঠেছে। ২ অগাস্ট পর্যন্ত এক দিনে ১১৫জন নতুন আক্রান্ত মানুষ পাওয়া গেছে। এ সংখ্যা টানা ১২ দিনে ১০০ ছাড়িয়ে গেছে। হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চল সরকারের অনুরোধে কেন্দ্রীয় সরকার মহামারী প্রতিরোধে হংকংয়ে চীনের মূল ভূভাগের নিউক্লিক এসিড টেস্ট সহায়তা দল পাঠিয়েছে। জাতীয় স্বাস্থ্য কমিশনের 'চীনের মূল ভূভাগের নিউক্লিক এসিড টেস্ট সহায়তা দল'-এর 'অগ্রণী টিম' ২ অগাস্ট হংকংয়ে পৌঁছায়। হংকংয়ের সর্বস্তরের মানুষ বিশ্বাস করেন যে, চীনের মূল ভূভাগের চিকিত্সাকর্মীরা মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে অভিজ্ঞ। তাঁরা মহামারী প্রতিরোধ ও নিয়ন্ত্রণে হংকংয়ের ত্রুটিগুলি সনাক্ত করতে পারবেন। বিস্তারিত শুনুন আজকের সংবাদ পর্যালোচনায়।

কুয়াংতুং প্রাদেশিক স্বাস্থ্য কমিশন প্রদেশের ২০টিরও বেশি পাবলিক হাসপাতাল থেকে নির্বাচিত ৬০জন ক্লিনিকাল প্রযুক্তিবিদদের সমন্বয়ে গঠিত হয় 'চীনের মূল ভূভাগের নিউক্লিক এসিড টেস্ট সহায়তা দল'। এর মধ্যে ৭জনের "অগ্রণী দলটি" ২ অগাস্ট হংকংয়ে পৌঁছায়। হংকংয়ের সর্বস্তরের জনগণ তাদের আন্তরিক স্বাগত জানায়। আগামী কয়েক দিনে এ দলটি হংকংয়ের সংস্থাগুলির সহযোগিতা পর্যবেক্ষণ করবে এবং হংকংকে আরও বিস্তৃত নিউক্লিক এসিড পরীক্ষায় সহায়তা দেবে। হংকং রেনজি হাসপাতালের পরিচালনা পর্ষদের উপদেষ্টা উ জিবিন বলেন:

"এটি বলা যেতে পারে যে, এ বছরের শুরু থেকে আমাদের মাতৃভূমির অভিজ্ঞতা সমৃদ্ধ হয়েছে। হংকংয়ের নিউক্লিক এসিড পরীক্ষার ক্ষমতা সংক্রামক রোগের উত্স নির্মূলের সঙ্গে জড়িত। হংকংয়ে এ বিষয়টি অল্প সময়ে উন্নত করা যায় না। আমি যতদূর জানি, বর্তমান হংকংয়ে প্রতিদিন ৮ থেকে ৯ হাজার মানুষের পরীক্ষার ক্ষমতা রয়েছে; যা হংকংয়ের চাহিদা থেকে অনেক দূরে। হাসপাতালের সক্ষমতারও ঘাতটি রয়েছে। তাই হংকংয়ের সহায়তায় তৈরি করা এই দুটি মেডিকেল টিম স্থানীয় চিকিত্সাব্যবস্থার জন্য অত্যন্ত সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ।"

হংকংয়ের চিকিত্সা প্রযুক্তিগত পেশাদাররাও এ বিষয়টি উল্লেখ করেন। তাঁরা বলছেন যে, এ জাতীয় স্বাস্থ্য কমিশনের দ্রুত সংগঠিত 'চীনের মূল ভূভাগের নিউক্লিক এসিড টেস্ট সহায়তা দল' এবং 'চীনের মূল ভূভাগের কেবিন হাসপাতাল সহায়তা দল' উন্নত পরিকল্পনা, অপারেশন ও পরিচালনার অভিজ্ঞতার পাশাপাশি প্রযুক্তিগত সহায়তা দেবে; যা হংকংয়ের চিকিত্সা খাতে একটি ভালো সংযুক্তি হবে।

কাইপু বায়োটেকনোলজি কোং, লিমিটেডের সভাপতি কুয়ান ছিয়াও চুং বলেন,

"এখন কোভিড-১৯ প্রতিরোধে চীনের মূল ভূভাগের বিশ্বে সর্বাধিক নিউক্লিক এসিড টেস্ট করার ক্ষমতা রয়েছে। সুতরাং, কেন্দ্রীয় সরকার এ কাজে হংকংকে আরও সহায়তা দিতে পরে এবং কিছু উন্নত চিকিত্সার ধারণা ও পদ্ধতি সরবরাহ করতে পরে। এটি হংকংয়ের কর্মীদের একটি নতুন সুবিধা দেবে।"

হংকংয়ের সর্বস্তরের মানুষ আরও বিশ্বাস করেন যে, হংকংয়ে যখন কোভিড-১৯ মহামারী গুরুতর হয়ে ওঠে, তখন "চীনের মূল ভূভাগের নিউক্লিক এসিড টেস্ট সহায়তা দল" হংকংয়ে দ্রুত হাজির হয়; যা হংকংবাসীর জন্য মাতৃভূমির যত্ন ও সমর্থন প্রকাশ করে। এভাবে মহামারীর সময় হংকংয়ের চিকিত্সা ও কর্মীদের সংকট কার্যকরভাবে দূর করা যায়।

হংকং সিছুয়ান এসোসিয়েশন অফ সোসাইটিসের প্রতিষ্ঠাতা সভাপতি থাং আনাইং বলেছেন:

"এই দলটি মহামারীর প্রতিরোধে হংকংয়ের লড়াইয়ের সমর্থন দিতে কেন্দ্রীয় সরকারের পাঠানো একটি পেশাদার দল। ১০ দিনের মধ্যে উহানে ৯০ লাখেরও বেশি নিউক্লিক এসিড পরীক্ষা করা হয়েছিল। তাই, হংকংয়ের ৭০ লাখেরও বেশি মানুষের নমুনা সংগ্রহ করতে কোনও সমস্যা হবে না।"

(জিনিয়া/তৌহিদ/শুয়েই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040