দুই পার্টির মতভেদের কারণে যুক্তরাষ্ট্রে বেকারভাতা বিতরণ বন্ধ
  2020-08-03 13:43:47  cri

অগাস্ট ৩: কোভিড-১৯ প্রতিরোধে গত মার্চ মাসে মার্কিন কংগ্রেস ২ ট্রিলিয়ন মার্কিন ডলার অনুমোদন দেয়। বরাদ্দকৃত অর্থ বিতরণ কার্যক্রম জুলাই মাসে স্থগিত করা হয়। এ অর্থ দিয়ে ফেডারেল সরকার বিভিন্ন রাজ্যের বেকারভাতা আবেদনকারীদের প্রতি সপ্তাহে ৬০০ মার্কিন ডলার করে সহায়তা দেয়। কিন্তু পরবর্তীতে বেকারভাতা বিষয়ে দুই পার্টির মতভেদের জের ধরে তা বন্ধ হয়ে যায়।

গত ২৭ জুলাই রিপাবলিকান পার্টি প্রতি সপ্তাহে মাথাপিছু ২০০ মার্কিন ডলার করে মোট ১ ট্রিলিয়ন মার্কিন ডলার বরাদ্দের আহ্বান জানায়। এ নিয়ে দুই পার্ট আলোচনাও করে। ডেমোক্রেটিক পার্টি মনে করে, আগের মতো ৬০০ ডলার বজায় রাখা উচিত। এ বিষয়ে দুই পার্টি একমত হতে পারেনি।

ওয়ালস্ট্রিট এক খবরে জানায়, ইতোমধ্যে আড়াই কোটি মানুষ এ বেকারভাতা গ্রহণ করেছে।

দুই পার্টির বিতর্কের মধ্যে মার্কিন রোগীর সংখ্যা ৪৬ লাখ ছাড়িয়েছে। তা ছাড়া, দ্বিতীয় কোয়ার্টারে মার্কিন জিডিপি ৩২.৯ শতাংশ হ্রাস পেয়েছে।

মার্কিন ফেডারেল রিজার্ভের (ফেড) প্রেসিডেন্ট জেরোম পাওয়েল মনে করেন, মহামারী নিয়ন্ত্রণের ওপর মার্কিন অর্থনীতির উন্নয়ন নির্ভর করছে। বর্তমানে দেশটির অর্থনীতিতে সরকারের নীতিগত সমর্থন খুব প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি।

(ইয়াং/তৌহিদ/ফেই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040