ভারতের পাঞ্জাব প্রদেশে বিষাক্ত মদ পান করে ৯৮জন মারা গেছে
  2020-08-03 13:42:26  cri

অগাস্ট ৩: ভারতের পাঞ্জাব প্রদেশের সরকারি কর্মকর্তা গতকাল (রোববার) জানান, বিষাক্ত মদ পান করে এ পর্যন্ত ৯৮জন মারা গেছে। গত ২৯ জুলাই থেকে দারেন্দারান অঞ্চলে ৭৫জন মানুষ বিষাক্ত মদ পান করে মারা যান। অমৃতসর ও বাদারা অঞ্চলে যথাক্রমে ১২জন ও ১১জন একই কারণে মারা গেছেন।

পাঞ্জাব প্রদেশের মুখমন্ত্রী অমরিন্দেল সিং এ ঘটনাকে কলঙ্কজনক বলে উল্লেখ করেছেন। ইতোমধ্যে ৭জন কর কর্মকর্তা ও ৬জন পুলিশকে তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। নিহতদের পরিবারকে দুই লাখ রুপি ক্ষতিপূরণ দেবে সরকার।

জানা গেছে, এ ঘটনায় ২৫জন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে।

(ইয়াং/তৌহিদ/ফেই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040