কোভিড-১৯ মহামারী এখনও উদ্বিগ্ন হবার মতো জনস্বাস্থ্য ঘটনা: হু
  2020-08-02 18:57:15  cri

অগাস্ট ২: বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) বলেছে, কোভিড-১৯ মহামারী এখনও উদ্বিগ্ন হবার মতো আন্তর্জাতিক জনস্বাস্থ্য ঘটনা হিসেবেই রয়ে গেছে। গত ৩১ জুলাই নভেল করোনাভাইরাস মহামারী জরুরি কমিটির চতুর্থ সভায় এমন মন্তব্য করা হয়। ৩ মাসের মধ্যে কমিটি আবার বৈঠকে বসবে।

গতকাল (শনিবার)-ও হু একটি সাংবাদিক সম্মেলনে একই ধরনের মন্তব্য করে। সম্মেলনে বলা হয়, নভেল করোনাভাইরাস মহামারীর বৈশ্বিক ঝুঁকি এখনও উচ্চ পর্যায়ে রয়েছে।

হু জানায়, মহামারী জরুরি কমিটি কিছু প্রস্তাব দিয়েছে। এসব প্রস্তাবের মধ্যে আছে: বৈশ্বিক ও আঞ্চলিক বহুপক্ষীয় সংস্থাগুলোর প্রস্তুতিমূলক ও মোকাবিলামূলক কাজকে উত্সাহিত করতে হবে; সদস্যদেশগুলোকে চিকিত্সা ও টিকা গবেষণা সমর্থন করতে হবে; ন্যায্যতার সঙ্গে চিকিত্সাসামগ্রী ও টিকা ভাগাভাগি করতে হবে; এবং জনস্বাস্থ্য পর্যবেক্ষণ ব্যবস্থা আরও জোরদার করতে হবে।

(তুহিনা/আলিম/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040