ঈদুল আযহার ছুটিতে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে ভাইরাসের সংক্রমণ বেড়েছে
  2020-08-02 17:17:25  cri

অগাস্ট ২: ঈদুল আযহার ছুটিতে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে কোভিড-১৯ ভাইরাসের সংক্রমণ বেড়েছে। গতকাল (শনিবার) মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদুল আযহা পালিত হয়।

ইরাকের স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিপোর্টে বলা হয়, শনিবার এই ভাইরাসে নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ২০৯৫ জন। দেশটিতে এ পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত রোগীর মোট সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৭০৪ জন, যাদের মধ্যে ৪৮০৫ জন মারা গেছেন। তা ছাড়া, দেশটিতে ৮৯ হাজার ২৭৫ জন সুস্থ হয়ে উঠেছেন।

একই দিনে সংযুক্ত আরব আমিরাতের রিপোর্টে বলা হয়, শনিবার ভাইরাসে নতুন করে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ২৫৪ জন। এ পর্যন্ত দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত রোগীর মোট সংখ্যা ৬০ হাজার ৭৬০ জন, যাদের মধ্যে ৩৫১ জন মারা গেছেন। তা ছাড়া, ৫৪ হাজার ২৫৫ জন সুস্থ হয়ে উঠেছেন।

কাতারের রিপোর্ট অনুসারে, শনিবার দেশটিতে ভাইরাসে নতুন করে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ২১৬ জন। দেশটিতে এ পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত রোগীর মোট সংখ্যা ১ লাখ ১০ হাজার ৯১১ জন, যাদের মধ্যে ১৭৪ জন মারা গেছেন। ১ লাখ ৭ হাজার ৫৭৮ জন ইতোমধ্যে সুস্থও হয়েছেন।

এ ছাড়া, জর্দান, ইরান, ইসরাইল, তুরস্ক ও কুয়েতসহ বিভিন্ন দেশে ভাইরাসের সংক্রমণ বাড়ার খবর পাওয়া গেছে। (ওয়াং হাইমান/আলিম/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040