স্থানীয় নির্বাচন পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত হংকংয়ের বিভিন্ন মহলে প্রশংসিত
  2020-08-02 15:30:20  cri

অগাস্ট ২: স্থানীয় নির্বাচন এক বছর পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত হংকংয়ের বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে। গত শুক্রবার হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের স্থানীয় সরকার, মহামারী পরিস্থিতির কারণে, ২০২০ সালের আইন পরিষদ নির্বাচন এক বছর পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করে।

সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় হংকং সরকারি কর্মকর্তা সমিতি বলেছে, কোভিড-১৯ মহামারীর প্রেক্ষাপটে বিশেষ প্রশাসনিক অঞ্চলের সরকারকে গণস্বাস্থ্য ও নাগরিকদের সুস্থতাকে অগ্রাধিকার দিতে হয়। হংকংয়ের কমিউনিটিতে এই ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে; গণস্বাস্থ্য খাত কঠোর পরীক্ষার সম্মুখীন। বর্তমানে সবচেয়ে জরুরি কাজ হচ্ছে, এই ভাইরাসের মোকাবিলায় সামাজিক যোগাযোগ কমিয়ে দেওয়া, যাতে ভাইরাসের ছড়িয়ে পড়ার ঝুঁকি কমানো যায়।

সমিতি আরও বলেছে, আইন পরিষদের নির্বাচন মানে বড় আকারের জনসমাবেশ। এতে ভাইরাস মানুষ থেকে মানুষে দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। এটি বিবেচনায় নিয়ে নির্বাচন পিছিয়ে দিয়েছে হংকং সরকার, যা যুক্তিযুক্ত। (ওয়াং হাইমান/আলিম/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040