কোভিড-১৯ ভাইরাসের ভ্যাকসিন প্রশ্নে ডক্টর ফাউচির 'সাবধানী আশাবাদ'
  2020-08-01 20:10:35  cri
অগাস্ট ১: কোভিড-১৯ ভাইরাসের একটি কার্যকর টিকা চলতি বছরের শেষে বা আগামী বছরের শুরুতে পাওয়া যাবে কি না, এই প্রশ্নে 'সাবধানী আশাবাদ' ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় এলার্জি ও সংক্রামক রোগ ইনস্টিটিউটের পরিচালক ডক্টর আন্থোনিও ফাউচি। গতকাল (শুক্রবার) মার্কিন প্রতিনিধি পরিষদের এক শুনানিতে তিনি বলেন, সবকিছু ঠিকঠাকভাবে এগুলে উক্ত সময়ের মধ্যে একটি কার্যকর ভ্যাকসিন বিশ্ব পেতে পারে।

শুনানিতে যুক্তরাষ্ট্রে ভাইরাসের সংক্রমণ বৃদ্ধির কারণ সম্পর্কে ফাউচি বলেন, যুক্তরাষ্ট্রে প্রায় ৫০ শতাংশ এলাকা কখনই পুরোপুরি লকডাউন হয়নি। কোনো কোনো অঙ্গরাজ্য পর্যায়ক্রমে অর্থনীতি পুনরুদ্ধারের গাইডলাইন মেনে চলেনি। এসব কারণে সম্প্রতি যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা দ্রুত বেড়েছে।

(তুহিনা/আলিম/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040