করোনা মহামারি ও বন্যা পরিস্থিতির মধ্যেই দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আযহা। করোনা সংক্রমণ এড়াতে রোজার ঈদের মতো এবারো ঈদগাহে কিংবা খোলা স্থানে ঈদের জামাত হয়নি।
রাজধানীতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে হয় ঈদের প্রধান জামাত। দেশের অন্যত্রও মসজিদে মসজিদে জামাত হয়েছে। জামাত শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় এবং করোনা ও বন্যামুক্তির জন্য বিশেষ মোনাজাত করা হয়। পরে পশু কোরবানী দেন ধর্মপ্রাণ মুসলমান।
এদিকে, দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতি তাঁর শুভেচ্ছা বার্তায় বলেন, ঈদ-আনন্দ থেকে যেন দুঃস্থ ও করোনা-বন্যা দুর্গতরা বঞ্চিত না হয় সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর শুভেচ্ছা বার্তায় করোনা রোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।
মাহমুদ হাশিম, ঢাকা থেকে।