দেশে শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় করোনায় ২১ জনের মৃত্যু হয়েছে। কম পরীক্ষায় শনাক্ত কম হলেও শনাক্তের হার বেড়ে ২৪ দশমিক ৯৮ শতাংশে দাঁড়িয়েছে।
একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন ২ হাজার ১৯৯ জন। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ১৩২ জনে। আর মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩৯ হাজার ৮৬০ জনে। ২৪ ঘন্টায় প্রায় ১ হাজার ১১৭ জনসহ মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৩৬ হাজার ২৫৩ জন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ সব তথ্য জানানো হয়েছে।
মাহমুদ হাশিম, ঢাকা থেকে।