তিনি বলেন, গত জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত উরুমুছি শহরের সবুজ চাষের ৯৭৫৩ হেক্টর জমিতে ৫.৭৪২ লাখ টন খাদ্যশস্য উত্পন্ন হয়। এসময় বিভিন্ন ধরনের মাংসের মোট উত্পাদন ছিল ৪০ হাজার টন।
তিনি আরও বলেন, উরুমুছির স্থানীয় সরকার বিশেষ কর্মীদল পাঠিয়ে কৃষিপণ্যের উত্পাদন, বিক্রয়, ও মজুতে সাহায্য করে থাকে। এ ছাড়াও, উরুমুছি শহর পরিবহন পরিচালনা সংস্থা এবং বিভিন্ন এলাকা ও জেলার মধ্যে সমন্বয়ের ভিত্তিতে কাজ হচ্ছে। কৃষিপণ্য পরিবহনের জন্য বিশেষভাবে বিনামূল্যের চ্যানেল খোলো হয়েছে। (ছাই/আলিম/তুহিনা)