মহামারীতে কৃষিপণ্যের বিক্রি বাড়ানোর চেষ্টায় উরুমুছি
  2020-08-01 19:12:15  cri
অগাষ্ট ১: উরুমুছি শহর বর্তমান মহামারীর সময় উত্পাদিত কৃষিপণ্য বিক্রয় বাড়ানোর চেষ্টা করছে। উরুমুছি শহরের কৃষি ও গ্রাম ব্যুরোর পরিচালক লি স্যিয়াং রুন গতকাল (শুক্রবার) সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের স্থানীয় সরকারের তথ্য কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান।

তিনি বলেন, গত জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত উরুমুছি শহরের সবুজ চাষের ৯৭৫৩ হেক্টর জমিতে ৫.৭৪২ লাখ টন খাদ্যশস্য উত্পন্ন হয়। এসময় বিভিন্ন ধরনের মাংসের মোট উত্পাদন ছিল ৪০ হাজার টন।

তিনি আরও বলেন, উরুমুছির স্থানীয় সরকার বিশেষ কর্মীদল পাঠিয়ে কৃষিপণ্যের উত্পাদন, বিক্রয়, ও মজুতে সাহায্য করে থাকে। এ ছাড়াও, উরুমুছি শহর পরিবহন পরিচালনা সংস্থা এবং বিভিন্ন এলাকা ও জেলার মধ্যে সমন্বয়ের ভিত্তিতে কাজ হচ্ছে। কৃষিপণ্য পরিবহনের জন্য বিশেষভাবে বিনামূল্যের চ্যানেল খোলো হয়েছে। (ছাই/আলিম/তুহিনা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040