চীন অন্যান্য দেশের সঙ্গে মহাকাশ খাতে বিনিময় ও সহযোগিতা জোরদার করতে চায়
  2020-07-31 19:17:19  cri

জুলাই ৩১: আজ (শুক্রবার) বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন বলেছেন, চীন অন্যান্য দেশের সঙ্গে মহাকাশ খাতে বিনিময় ও সহযোগিতা জোরদার করতে এবং উন্নয়নের সুফলগুলো ভাগ করতে চায়।

তিনি বলেন, আজকের দিনটি চীনা জনগণের জন্য অত্যন্ত গর্বের এবং উচ্ছ্বাসের দিন। চীনের পেইতৌ ৩নং বৈশ্বিক উপগ্রহ নেভিগেশন ব্যবস্থা তৈরি ও কার্যকর হয়েছে। চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, চীনের প্রেসিডেন্ট, কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি চিন পিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং এ ব্যবস্থা আনুষ্ঠানিকভাবে চালু করেছেন।

আমরা বলি, পেইতৌ কেবল চীনের পেইতৌ নয়, বিশ্বের পেইতৌ। এটি শুধু চীনকেই নয়, গোটা বিশ্বকে সেবা দেবে। পেইতৌ সিস্টেম বিশ্ববাসীকে বেসিক নেভিগেশন, গ্লোবাল শর্ট মেসেজ যোগাযোগ, আন্তর্জাতিক অনুসন্ধান এবং উদ্ধার পরিষেবা দেবে।

জাতিসংঘের মহাকাশ বিষয়ক কার্যালয় সম্প্রতি এজন্য অভিনন্দন জানিয়েছে। (জিনিয়া/তৌহিদ/শুয়েই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040