যুক্তরাষ্ট্র চীনা হ্যাকারদের বিরুদ্ধে নভেল করোনাভাইরাস টিকা চুরির অভিযোগ তুলেছে- যা একটি গুজব
  2020-07-31 19:15:57  cri

জুলাই ৩১: বার্তাসংস্থা রয়টার্স বৃহস্পতিবার জানায় এক মার্কিন কর্মকর্তা বলেছেন, চীন সরকারের সঙ্গে জড়িত হ্যাকাররা এ বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের প্রধান নভেল করোনাভাইরাস টিকা গবেষণা ও উন্নয়ন সংস্থা এবং বায়োটেক প্রতিষ্ঠান মর্ডানার মূল্যবান তথ্য চুরির চেষ্টা করেছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিং আজ (শুক্রবার) বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, মার্কিন সরকারের সাইবার আক্রমণের এ অভিযোগের কোনও ভিত্তি ও প্রমাণ নেই। এ অভিযোগ নিছক একটি গুজব ও অপবাদ। আমরা অনেকবার বলেছি যে, নভেল করোনাভাইরাস নিউমোনিয়া টিকা স্বাধীন গবেষণা ও বিকাশের ক্ষেত্রে চীন বিশ্বের শীর্ষ পর্যায়ে রয়েছে, এখানে চুরির কোনও অবকাশ নেই।

(জিনিয়া/তৌহিদ/শুয়েই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040