পাক অর্থনীতিবিদ ও চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরের গবেষক ইয়াসার মাসুদ গতকাল (বৃহস্পতিবার) চায়না মিডিয়া গ্রুপে দেওয়া এক সাক্ষাত্কারে বলেন, এআইআইবি পাকিস্তানসহ এশিয়া ও অন্যান্য অঞ্চলের অর্থনীতির উন্নয়নে বিশাল সাহায্য দিয়েছে। প্রেসিডেন্ট সি'র কথা থেকে বোঝা যায়, ভবিষ্যতে এআইআইবি আন্তর্জাতিক সহযোগিতা এগিয়ে নেওয়া এবং মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গড়ে তোলার ক্ষেত্রে বড় প্লাটফর্ম প্রদান করবে।
সাক্ষাত্কারে তিনি বলেন, প্রেসিডেন্ট সি'র ভাষণে এআইআইবি'র উদার সহযোগিতা এবং শান্তিপূর্ণ উন্নয়নের চিন্তাধারা তার মনে গভীর ছাপ ফেলেছে।
তিনি বলেন, নভেল করোনাভাইরাস মহামারীর কঠিন সময় আমরা বুঝতে পারি, এ বিশ্বের আরো বেশি সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা দরকার। উন্নয়নশীল দেশগুলো শান্তি ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে তিনি মনে করেন।
তিনি বলেন, যে কোনও উন্নয়নশীল দেশের জন্য অবকাঠামো খাতে পুঁজি বিনিয়োগ হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কারণ এতে আরো বেশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয় এবং সামগ্রিক অর্থনীতি উন্নত হয়।
(লিলি/তৌহিদ/শুয়েই)