ভারতের প্রতি চীনের মৌলিক নীতি পরিবর্তন হয়নি: চীনা রাষ্ট্রদূত
  2020-07-31 17:59:36  cri

জুলাই ৩১: চীন ও ভারতের মৈত্রী দেশ দু'টির মৌলিক স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ। ভারতের প্রতি চীনের মৌলিক নীতি পরিবর্তন হয়নি।

গতকাল (বৃহস্পতিবার) ভারতে চীনের রাষ্ট্রদূত সুন উয়েই তোং নয়াদিল্লীতে ভারতের চীনবিষয়ক গবেষণালয়ে অনুষ্ঠিত 'চীন ও ভারতের সম্পর্কের পথ' শিরোনামে এক ভিডিও সেমিনারে একথা বলেন। সেমিনারে তিনি 'দেশ দুটি'র শীর্ষনেতাদের মতৈক্য বাস্তবায়ন করা এবং চীন-ভারত সম্পর্কের সুষ্ঠু ও স্থিতিশীল উন্নয়নের পথে ফিরিয়ে আনা' শিরোনামে এক বক্তৃতা দেন। তিনি বলেন, বর্তমান সময়ে সুপ্রতিবেশী দুটি বৃহত্তম উন্নয়নশীল দেশ হিসেবে চীন ও ভারতের মৌলিক জাতীয় অবস্থা পরিবর্তিত হয়নি। চীন ও ভারত পরস্পরের অংশীদার, দু'দেশের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা ও অভিন্ন উন্নয়নের গতি পরিবর্তন হয়নি।

চীন-ভারত সম্পর্কের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে নিজের মন্তব্য প্রকাশ করেন সুন উয়েই তোং। প্রথমত, চীন শান্তিপূর্ণ উন্নয়ন বজায় রাখে এবং চীন ভারতের কৌশলগত হুমকি নয়। দ্বিতীয়ত, চীন দৃঢ়ভাবে জাতীয় সার্বভৌমত্ব রক্ষা করে এবং আগ্রাসনের বিরুদ্ধে। তৃতীয়ত, চীন সহযোগিতা আর অভিন্ন কল্যাণের পক্ষপাতী এবং জিরো-সাম গেম খেলার বিরোধিতা করে।

(লিলি/তৌহিদ/শুয়েই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040