রোববারের আলাপন-200802
  2020-09-19 19:33:47  cri

আকাশ: সুপ্রিয় শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি চায়না মিডিয়া গ্রুপের বাংলা অনুষ্ঠানে। আপনাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক আয়োজন 'রোববারের আলাপন'। আপনাদের সঙ্গে আছি আলিম এবং শিয়েনান আকাশ।

বন্ধুরা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) কোভিড-১৯ মহামারী ইস্যুতে সম্প্রতি এক নিয়মিত সাংবাদিক সম্মেলন আয়োজন করে। এতে হু'র মহাপরিচালক ড. তেদ্রোস আদহানম সর্তক দিয়ে বলেন, যদি বিভিন্ন দেশ কঠোর প্রতিরোধমূলক ব্যবস্থা না-নেয়, তবে বিশ্বজুড়ে কোভিড-১৯ মহামারীর পরিস্থিতি আরও গুরুতর হওয়ার আশঙ্কা প্রবল।

তিনি বলেন, এখন অতীতের স্বাভাবিক অবস্থায় ফিরে যাওয়া অসম্ভব। কিন্তু যদি "তিনটি গাইডলাইন" মেনে চললে মহামারীকে নিয়ন্ত্রণ করা যায়।

তিনি বলেন,

(অডিও-১)

আলিম: "সত্যি কথা বলতে কি, অনেক দেশ এখন ভুল দিকে এগিয়ে যাচ্ছে। কোভিড-১৯ ভাইরাস এখনও আমাদের এক নম্বর অভিন্ন শত্রু। কিন্তু অনেক দেশের সরকার ও জনগণের কার্যক্রমে তা প্রতিফলিত হচ্ছে না। কোভিড-১৯ ভাইরাসের লক্ষ্য হচ্ছে আরো বেশি মানুষকে আক্রান্ত করা। কিন্তু কোনো কোনো নেতৃবৃন্দ কোভিড-১৯ প্রতিরোধের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ-আস্থা কে নষ্ট করছেন।"

আকাশ:তিনি আরও বলেন,

(অডিও-২)

আলিম: "নিকট ভবিষ্যতে মানবজাতির সমাজ আগের স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে না। কিন্তু আমরা যদি এ "তিনটি গাইডলাইন" অনুসরণ করি, তাহলে আমরা রোগ নিয়ন্ত্রণ করতে সক্ষম হব এবং অব্যাহতভাবে আমাদের জীবন উপভোগ করতে পারব: প্রথমত, মৃত্যুর হার কমাতে হবে এবং ভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে হবে; দ্বিতীয়ত, কমিউনিটি সংক্রমণ ঠেকাতে হবে এবং একে অপরকে রক্ষায় সচেষ্ট থাকতে হবে; তৃতীয়ত, শক্তিশালী সরকার লাগবে,য সার্বিকভাবে প্রতিক্রিয়া পদক্ষেপে নেতৃত্ব ও সমন্বয় করবে। এটুকু আমরা করতে সক্ষম এবং আমাদেরকে তা করতে হবে।"

আকাশ:অনদিকে হুর স্বাস্থ্য জরুরি প্রকল্পের প্রযুক্তি প্রধান সাংবাদিককে জানান, কোভিড-১৯ আক্রান্ত ব্যক্তি সুস্থ হওয়ার পর সত্যি সত্যি একটা নির্দিষ্ট মাত্রায় ইমিউনিটি অর্জন করতে পারে। কিন্তু একটি গবেষণায় দেখা যায় যে, এ ইমিউনিটি কয়েক মাসের মধ্যেই ক্রমে ক্রমে দুর্বল হয়ে যায়।

তিনি বলেন,

(অডিও-৩)

আলিম: "কোভিড-১৯ ভাইরাসের এন্টিবডির মান সময়ের সাথে সাথে কমতে থাকার বিষয়ে তিনটি ইউরোপীয় দেশে প্রাথমিক গবেষণা চলছে। প্রাথমিক ফল অনুসারে, আক্রান্তরা সুস্থ হওয়ার পর, তাদের শরীরের এন্টিবডি কয়েক মাসের মধ্যেই ধাপে ধাপে দুর্বল হয়ে যায়। কিন্তু তা হচ্ছে প্রাথমিক গবেষণার ফল। এ নিয়ে আমরা আরও বেশি গবেষণা করতে চাই।"

তিনি জানান, আগে সার্স বা মার্স নিয়ে গবেষণার পর আবিষ্কার হয় যে, ওই রোগে আক্রান্তরা সুস্থ হওয়ার পর তাদের শরীরের এন্টিবডি তৈরি হয়। আর সেই এন্টিবডি এক বছর বা তারচেয়ে বেশি সময় কর্মক্ষম থাকে। কিন্তু কোভিড-১৯-এর ক্ষেত্রে এন্টিবডির কার্যকারিতার সময় তুলনামূলকভাবে কম হবে বলে ধারণা করা হচ্ছে।"

বড় ভাই, দেখুন, আগে কিছু মানুষের ধারণা ছিল, যদি একবার কোভিড-১৯ আক্রান্ত হয়ে সুস্থা হয়ে যাই, তবে আর সারা জীবনে এই ভাইরাসে আক্রান্ত হতে হবে না। এখন এই ধারণা মিথ্যা প্রমাণিত হতে চলেছে! হু আমাদের সময়মত সঠিক তথ্য জানিয়েছে। বন্ধুরা, কোনো শিথিশতা দেখানো চলবে না। বড় ভাই, আপনি কি বলেন?

আলিম:...

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040