চীনের পেইতৌ ৩নং উপগ্রহ ন্যাভিগেশন ব্যবস্থা আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে
  2020-07-31 15:30:12  cri

জুলাই ৩১: চীনের পেইতৌ তিন নং বৈশ্বিক উপগ্রহ ন্যাভিগেশন ব্যবস্থা তৈরি ও কার্যকর হওয়ার অনুষ্ঠান আজ (শুক্রবার) বেইজিংয়ে অনুষ্ঠিত হয়েছে। চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, চীনের প্রেসিডেন্ট, কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি চিন পিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং এ ব্যবস্থা আনুষ্ঠানিকভাবে চালু হওয়ার ঘোষণা দিয়েছেন।

সেই সঙ্গে চীনের তৈরি ও স্বাধীনভাবে পরিচালিত গুরুত্বপূর্ণ মহাকাশ অবকাঠামো পেইতৌ ৩নং বৈশ্বিক উপগ্রহ ন্যাভিগেশন ব্যবস্থা আনুষ্ঠানিকভাবে চালু হলো।

এদিনের অনুষ্ঠানে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য, চীনের কেন্দ্রীয় সামরিক কমিশনের ভাইস চেয়ারম্যান চাং ইউ সিয়া সিপিসি'র কেন্দ্রীয় কমিটি, রাষ্ট্রীয় পরিষদ এবং কেন্দ্রীয় সামরিক কমিশনের অভিনন্দন বাণী পড়ে শোনান। তিনি পেইতৌ ৩নং বৈশ্বিক উপগ্রহ ন্যাভিগেশন ব্যবস্থার ভূয়সী প্রশংসা করেন এবং এটির গবেষণা ও নির্মাণে অংশগ্রহণকারী বিভিন্ন সংস্থা ও কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন।

তিনি বলেন, এটি হলো চীনের মহাকাশ বিজ্ঞানের শক্তিশালী দেশে পরিণত হওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, বিশ্বের গণ পরিষেবা অবকাঠামো নির্মাণে চীনের দেওয়া গুরুত্বপূর্ণ অবদান, নতুন যুগে চীনের বৈশিষ্ট্যময় সমাজতন্ত্রের অর্জিত গুরুত্বপূর্ণ ও প্রতিনিধিত্বকারী কৌশলগত সুফল।

(শুয়েই/তৌহিদ/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040