তিনি বলেন, এসব প্রস্তাব যত দ্রুত বাস্তবায়িত হবে, বিভিন্ন দেশের মানুষ তত দ্রুত উপকৃত হবে। এআইআইবি' উন্নয়নশীল দেশগুলোর অবকাঠামো নির্মাণ ও অর্থনীতির উন্নয়ন এগিয়ে নিয়েছে। জনাব এনামুল প্রেসিডেন্ট সি'কে আন্তরিক শ্রদ্ধা ও অভিনন্দন জানান। প্রেসিডেন্ট সি'র প্রস্তাব নিঃসন্দেহে বিশ্বের বিভিন্ন দেশে ইতিবাচক সাড়া ফেলবে বলে তিনি আশা করেন।
উল্লেখ্য, প্রতিষ্ঠার ৪ বছরেরও বেশি সময়ের মধ্যে এআইআইবি ইতোমধ্যে বাংলাদেশের বিদ্যুত্ ব্যবস্থার উন্নয়ন ও সম্প্রসারণ, পৌর অঞ্চলে পানি সরবরাহ ও স্বাস্থ্য, প্রাকৃতিক গ্যাস সংক্রান্ত অবকাঠামো, ময়মনসিংহ সেতু ও সিলেট মহাসড়ক উন্নয়নসহ প্রায় দশটি প্রকল্পে পুঁজি বিনিয়োগ করেছে। এসব ঋণ প্রকল্প বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়ক। (লিলি/তৌহিদ/শুয়েই)