মাকসুদুল আলম খন্দকার খোরশেদ। বাংলাদেশের নারায়ণগঞ্জের ১৩ নম্বর ওয়ার্ডের কমিশনার। কিন্তু তিনি বাংলাদেশ ছাড়িয়ে এখন বিদেশেও পরিচিতি পেয়েছেন স্বেচ্ছাসেবী হিসেবে তার কর্মকাণ্ডের জন্য। নারায়ণগঞ্জে করোনা মহামারী ছড়িয়ে পরার পর জনাব খোরশেদ করোনা-আক্রান্ত ব্যক্তি ও পরিবারগুলোর সেবায় ঝাপিয়ে পড়েন। একসময় নিজেও আক্রান্ত হন ভাইরাসে; আক্রান্ত হন তার স্ত্রীও। হাসপাতালে ভাইরাসের বিরুদ্ধে কঠিন লড়াইয়ের পর দু'জনই একসময় সুস্থ হয়ে ওঠেন। তারপর আবারও স্বেচ্ছাসেবায় নামেন খোরশেদ। বাংলাদেশে অনেকেই এখন খোরশেদের দ্বারা অনুপ্রাণিত হয়ে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছেন। প্রশ্ন হচ্ছে: খোরশেদ কেন এই কাজে নেমেছিলেন? করোনার ভয়ে যেখানে প্রায় সবাই ছিল ভীত, সেখানে তিনি সাহস করে মাঠে নামার অনুপ্রেরণা পেলেন কোথায়? এইসব প্রশ্ন নিয়ে আজ আমরা তার সঙ্গে কথা বলব 'দশ মিনিটের বৈঠক'-এ।