চাং হান ইয়ুন
  2020-07-30 15:31:24  cri

চাং হান ইয়ুন, ১৯৮৯ সালের ৯ এপ্রিল চীনের সিছুয়ান প্রদেশের দ্য ইয়াং শহরে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনের মূল ভূভাগের একজন নারী কন্ঠশিল্পী এবং অভিনেত্রী।

২০০৪ সালে চাং হান ইয়ুন চীনের হুনান টেলিভিশিনের নতুন কন্ঠশিল্পীদের লাইভ শো 'সুপার গোল' প্রতিযোগিতায় অংশ নিয়ে তৃতীয় পুরস্কার লাভ করেন। আর এর মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে সঙ্গীত মহলে প্রবেশ করেন।

২০০৫ সালে চাং হান ইয়ুন হু নান টেলিভিশনের লাইভ শো অনুষ্ঠান 'সুপার গোল'-এর জন্য থিম সং 'গাইতে চাইলে গাইবো' গেয়েছেন।

২০০৫ সালের ২০ জুলাই চাং হান ইয়ুনের প্রথম অ্যালবাম 'আমি খুব চাং হান ইয়ুন' প্রকাশিত হয়। এতে অন্তর্ভুক্ত করা হয়েছে 'মা, আমি তোমাকে ভালোবাসি', 'এই হচ্ছি আমি'সহ ১০টি সুন্দর গান।

২০০৫ সালের অক্টোবর মাসে চাং হান ইয়ুন 'সোনালী গানের সোনালী তালিকা'র মূল ভূভাগের সবচেয়ে জনপ্রিয় নতুন কন্ঠশিল্পীর পুরস্কার পান। তাঁর গান 'এই তো আমি' দশটি শ্রেষ্ঠ গানের একটি হিসেবে পুরস্কার পায়।

২০০৫ সালে চাং হান ইয়ুনের আরেকটি অ্যালবাম 'শুভ নববর্ষ' প্রকাশিত হয়। এতে অন্তর্ভুক্ত রয়েছে 'সবচেয়ে স্মৃতিময় ঋতু' গানটি। একই বছরের ডিসেম্বর মাসে চাং হান ইয়ুন হংকংয়ে আয়োজিত নববর্ষের সঙ্গীতানুষ্ঠানে অংশ নেন।

২০০৬ সালের এপ্রিল মাসে, চাং হান ইয়ুন চীনের হংকংয়ে 'চাং হান ইয়ুন' শীর্ষক অ্যালবাম প্রকাশ করেন। এতে অন্তর্ভুক্ত রয়েছে 'একজনের বড় হওয়া'সহ ১১টি গান।

২০০৭ সালের ফেব্রুয়ারি মাসে চাং হান ইয়ুনের আরেকটি অ্যালবাম 'যৌবন' বাজারে আসে। এতে অন্তর্ভুক্ত রয়েছে 'আমি বড় হতে চাই'সহ ১০টি গান। অক্টোবর মাসে তাঁর 'একজন, একটি স্বপ্ন' রিলিজ হয়। এতে অন্তর্ভুক্ত আছে 'সাদা'সহ ১১টি গান।

২০১০ সালে চাং হান ইয়ুন চীনের চ্যচিয়াং প্রদেশের চ্যচিয়াং টেলিভিশনের কন্ঠশিল্পীদের লাইভ শো-তে অংশ নেন। এতে তিনি তৃতীয় পুরস্কার লাভ করেন।

২০১৩ সালে চাং হান ইয়ুনের প্রথম চলচ্চিত্র 'প্রথম ভালোবাসা অসম্পূর্ণ' রিলিজ হয়। ২০১৫ সালে তিনি হু নান টেলিভিশনের লাইভ শো 'আইডল এসেছেন'-এ অংশ নেন।

২০১৬ সালে চাং হান ইয়ুন হুনান টেলিভিশনের কন্ঠশিল্পীর প্রতিযোগিতা 'সুপার নারীকন্ঠ'-এর জন্য থিম সং 'স্বপ্ন ত্যাগ করবেন না'-এ কণ্ঠ দেন।

২০১৮ সালে চাং হান ইয়ুনের গান 'তোমাকে পছন্দ করি' প্রকাশিত হয়।

প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী চাং হান ইয়ুনের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে। (শুয়েই/আলিম/সুবর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040