চাং জিং সুয়ান
  2020-07-30 15:29:33  cri

চাং জিং সুয়ান, ১৯৮১ সালের পয়লা ফেব্রুয়ারি চীনের কুয়াংতুং প্রদেশের কুয়াং চৌ শহরে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনের মূল ভূভাগের একজন পুরুষ কন্ঠশিল্পী। এখন তিনি চীনের হংকংয়ের শিল্পী সমিতির উপ-প্রধান।

১৯৯৮ সালে ১৭ বছর বয়সী চাং জিং সুয়ান ৩০ হাজার ইউয়ান নিয়ে হংকংয়ের একটি চামড়ার ব্যাগ কোম্পানির সঙ্গে অ্যালবাম প্রকাশের চুক্তি স্বাক্ষর করেন। তবে চুক্তি স্বাক্ষরের এক সপ্তাহ পর কোম্পানির চালবাজ মালিক টাকা নিয়ে উধাও হয়।

চাং জিয়াং সুয়ান আবার মার কাছ থেকে ৫০ হাজার ইউয়ান ধার করেন এবং নিজেই একটি অ্যালবাম প্রকাশ করার উদ্যোগ নেন। তিনি পরিবারকে প্রতিশ্রুতি দেন যে, ব্যর্থ হলে বাবা-মার ব্যবস্থাপনায় অর্থশিল্পে কাজ করবেন। তিনি নিজেই গান রচনা করেন, নিজেই রেডিও স্টেশনের সঙ্গে যোগাযোগ করেন। কোনো অ্যালবাম কোম্পানির সাহায্য নেননি। তিনি অবশেষে নিজের প্রথম অ্যালবাম 《Hin"s First》প্রকাশ করেন। এই অ্যালবাম প্রকাশের পর তিনি সঙ্গীত কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষরের সুযোগ পান।

২০০২ সালের অক্টোবর মাসে তিনি ইউনিভার্সল মিউজিক গ্রুপের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন। একই বছর তাঁর গান 'বিচ্ছিন্ন হওয়ার বিন্দু' প্রকাশের পর তিনি সুপরিচিতি লাভ করেন। এই গানটি তাঁর প্রতিনিধিত্বশীল গান।

২০০৬ সালে চাং জিং সুয়ান তাঁর হংকংয়ে স্থানান্তরিত হন। ২০০৭ সালে চাং জিং সুয়ান 'অতি ভালোবাসা' শীর্ষক গান গেয়ে বিভিন্ন সঙ্গীত-পুরস্কার জিতে নেন এবং সঙ্গীতমহলে নিজের অবস্থান মজবুত করেন।

২০০৮ সালের ৫ এপ্রিল চাং জিং সুয়ান হংকংয়ে নিজের প্রথম কনসার্ট আয়োজন করেন। ২০০৯ সালে চাং জিং সুয়ান নিজের সঙ্গীত কোম্পানি প্রতিষ্ঠান করেন। একই বছরের ৯ এপ্রিল, চাং জিং সুয়ানের ক্যান্টোনিজ ভাষার অ্যালবাম 'Love & Living' প্রকাশিত হয়।

২০১৪ সালে চাং জিং সুয়ানের অ্যালবাম 《Morph》 প্রকাশিত হয়। তিনি ২০১৪ সালের জেড সলিড গোল্ড অ্যাওয়ার্ডস প্রেসেন্টেশনের সবচেয়ে জনপ্রিয় পুরুষ কন্ঠশিল্পীর পুরস্কার লাভ করেন।

২০১৮ সালের ২১ ডিসেম্বর চাং জিং সুয়ানের অ্যালবাম 'Senses Inherited' প্রকাশিত হয়।

২০১৯ সালের জানুয়ারি মাসে চাং জিং সুয়ান আলটিমেট সং চার্ট অ্যাওয়ার্ডস প্রেসেনটেশনের শ্রেষ্ঠ পুরুষ কন্ঠশিল্পীর পুরস্কার লাভ করেন।

প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী চাং জিং সুয়ানের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে, শোনা হবে গান। (শুয়েই/আলিম/সুবর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040