ইশতেহারে বলা হয়, বর্তমানে ২৫টি ত্রাণদল দুর্যোগ-কবলিত এলাকায় কাজ করছে। সংশ্লিষ্ট সরকারি বিভাগ ২৯টি ত্রাণকেন্দ্র ও সাত শতাধিক অস্থায়ী কমিউনিটি রান্নাঘর স্থাপন করেছে। এতে ৩.৩ লাখ মানুষকে খাবার দেওয়া হচ্ছে। স্থানীয় সরকারের এক মুখপাত্র জানান, আবহাওয়া খারাপ হওয়ায় আকাশ থেকে খাবার বিতরণ করা যাচ্ছে না; সরকার নৌকাযোগে ও অন্যান্য পদ্ধতিতে দুর্গত মানুষকে ত্রাণসামগ্রী পাঠাচ্ছে।
(শুয়েই/তৌহিদ/লিলি)