ভারতের বিহারে বন্যায় মারা গেছে ৩২জন
  2020-07-29 18:08:18  cri
জুলাই ২৯: ভারতের বিহার রাজ্যে দুর্যোগ পরিচালনা বিভাগ গতকাল (মঙ্গলবার) জানায়, রাজ্যে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২জন। দুর্যোগে আটকা পড়েছে ২৪ লাখ মানুষ। গত ২৪ ঘণ্টায় বন্যায় মারা গেছে ৮জন। বর্তমানে রাজ্যের ১৫টি জেলার ৭টি নদীর পানির উচ্চতা সর্বোচ্চ বিপদসীমা ছাড়িয়েছে। বন্যায় ৭৬৫টি গ্রাম বিলীন হয়েছে।

ইশতেহারে বলা হয়, বর্তমানে ২৫টি ত্রাণদল দুর্যোগ-কবলিত এলাকায় কাজ করছে। সংশ্লিষ্ট সরকারি বিভাগ ২৯টি ত্রাণকেন্দ্র ও সাত শতাধিক অস্থায়ী কমিউনিটি রান্নাঘর স্থাপন করেছে। এতে ৩.৩ লাখ মানুষকে খাবার দেওয়া হচ্ছে। স্থানীয় সরকারের এক মুখপাত্র জানান, আবহাওয়া খারাপ হওয়ায় আকাশ থেকে খাবার বিতরণ করা যাচ্ছে না; সরকার নৌকাযোগে ও অন্যান্য পদ্ধতিতে দুর্গত মানুষকে ত্রাণসামগ্রী পাঠাচ্ছে।

(শুয়েই/তৌহিদ/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040