বাকি ৬০০ তালিবান বন্দিকেও মুক্তি দেবে আফগান সরকার
  2020-07-29 14:55:11  cri
জুলাই ২৯: আফগান প্রেসিডেন্টভবন গতকাল (মঙ্গলবার) এক বিবৃতিতে জানায়, শান্তি-আলোচনার জন্য ইতিবাচক পরিবেশ সৃষ্টি করতে বাকি ৬০০ তালিবান বন্দিকেও মুক্তি দেবে সরকার।

বিবৃতিতে বলা হয়, খুব শিগগিরি ৫ হাজার তালিবান বন্দির বাকিদের মুক্তি দেওয়া হবে এবং আগামী সপ্তাহের মধ্যেই তালিবানের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে আগ্রহী সরকার।

আফগান সরকার ইতোমধ্যে ৪৪০০ তালিবান বন্দিকে মুক্তি দিয়েছে। বিনিময়ে তালিবান ৮০০ আফগান সরকারি সৈনিককে মুক্তি দিয়েছে।

অন্য এক খবরে প্রকাশ, আফগান তালিবান গতকাল (মঙ্গলবার) এক ঘোষণায় ঈদ-উল-আজহা উপলক্ষ্যে ৩১ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত যুদ্ধবিরতি পালনের কথা জানিয়েছে। আফগান সরকারও এ ঘোষণাকে স্বাগত জানায়।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040