পম্পেওর নিন্দায় নিউ ইয়র্ক টাইমস্‌ ও ফাইনান্সিয়াল টাইমস
  2020-07-28 14:57:24  cri

জুলাই ২৮: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সাম্প্রতিক চীন-বিরোধী বক্তব্যের সমালোচনা করেছে নিউ ইয়র্ক টাইমস্‌ ও ফাইনান্সিয়াল টাইমস্‌। পত্রিকাদু'টি বলেছে, মাইক পম্পেওর বক্তব্য বিশ্বকে নতুন করে 'স্নায়ুযুদ্ধের' দিকে ঠেলে দিচ্ছে।

লস অ্যাঞ্জেলেস টাইমস বলেছে, পম্পেওর সাম্প্রতিক ভাষণের পর যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। গত কয়েক দশক ধরে দু'দেশ মতভেদ পাশে রেখে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সহযোগিতা চালিয়ে আসছিল। পম্পেওর বক্তব্যে এ যুগ শেষ হতে পারে।

এদিকে, গত রোববার যুক্তরাষ্ট্রের সিএনবিসি বলেছে, মার্কিন পক্ষের উত্তেজক মন্তব্য বিশ্বের দুটি বৃহত্তম অর্থনৈতিক সত্ত্বার মধ্যে সম্পর্ককে 'নয়া স্নায়ুযুদ্ধে'-র দিকে নিয়ে যেতে পারে, যা হবে বিশ্বের জন্য বিপজ্জনক। (ইয়াং/আলিম/ওয়াং)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040