সম্মেলনে ওয়াং ই বলেন, তিনটি প্রতিবেশী দেশের সঙ্গে মহামারী মোকাবিলায়, জনসাধারণের জীবন রক্ষায় এবং অর্থনীতি পুনরুদ্ধারে সহযোগিতা চালাতে ইচ্ছুক চীন।
তিনি বলেন, চার দেশের উচিত মহামারী মোকাবিলায় মতৈক্য জোরদার করা, আঞ্চলিক সহযোগিতা জোরদার করা, টিকা গবেষণায় সহযোগিতা করা, এবং অর্থনীতি পুনরুদ্ধারে সহযোগিতা জোরদার করা।
সম্মেলনে অন্য তিনটি দেশের প্রতিনিধিরা একই মত প্রকাশ করেন। তারা চীনের সঙ্গে মহামারী মোকাবিলা করতে এবং মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গঠনে চীনের সঙ্গে সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক বলেও জানান। (ইয়াং/আলিম/ওয়াং)