বইয়ের মোড়ক উন্মোচনের অনুষ্ঠানে অংশ নেওয়া চাইনিজ একাডেমি অফ সায়েন্সেসের ইনস্টিটিউট অফ ইউরোপীয় স্টাডিজের পরিচালক উ বাই ই তার বক্তব্যে বলেন, এটি চীনে প্রকাশিত প্রথম ইতালিয়ান ব্লু বুক এবং এটির প্রকাশনা চীন ও ইতালির মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পঞ্চাশতম বার্ষিকীর সঙ্গে সম্পর্কযুক্ত; যা বিশেষ তাত্পর্যপূর্ণ। তিনি বলেন, ইতালিয়ান ব্লু বুক ছয় ইতালিয়ান বিশেষজ্ঞকে নিবন্ধ লেখার আমন্ত্রণ জানিয়েছে। তিনি বলেন, ইতালীয় ব্লু বুক ভবিষ্যতে চীন-ইতালি সাংস্কৃতিক বিনিময়ের একটি সহযোগী প্ল্যাটফর্ম হিসাবে কাজ করবে।
অনলাইন বই প্রকাশের অনুষ্ঠানের পর একাডেমিক সেমিনারও অনুষ্ঠিত হয়। সেমিনারের বিষয়গুলি ছিল চীন ও ইতালির মধ্যে ৫০ বছরের কূটনৈতিক সম্পর্ক এবং ইতালির পরিস্থিতি ও গুরুত্বপূর্ণ কিছু বিষয়।
(জিনিয়া/তৌহিদ/শুয়েই)