'প্রথম ইতালিয়ান ব্লু বুক মোড়ক উন্মোচন' অনুষ্ঠিত
  2020-07-28 13:50:29  cri
২০ জুলাই "ইতালির বিকাশ প্রতিবেদন (২০১৯-২০২০): চীন এবং ইতালির মধ্যে ৫০ বছরের কূটনৈতিক সম্পর্কের" ব্লু বুকের মোড়ক উন্মোচন অনুষ্ঠান আয়োজন করা হয়। এ বইটি ইতালিয়ান ব্লু বুক সিরিজের বার্ষিক প্রতিবেদনের প্রথম প্রকাশনা। এটি চায়না একাডেমি অফ সোস্যাল সায়েন্সেসের ইন্সটিটিউট অফ ইউরোপিয়ান স্টাডিজ, চায়না একাডেমি অফ সোস্যাল সায়েন্সেসের আন্তর্জাতিক সহযোগিতা ব্যুরো এবং চীন-ইউরোপীয় সোসাইটির ইতালিয়ান স্টাডিজ শাখা যৌথভাবে সংকলন করেছে। এটি ইতালীয় রাজনীতি, অর্থনীতি, সমাজ-সংস্কৃতি এবং কূটনৈতিক পরিস্থিতি এবং বড় ধরনের অগ্রগতি তুলে ধরেছে।

বইয়ের মোড়ক উন্মোচনের অনুষ্ঠানে অংশ নেওয়া চাইনিজ একাডেমি অফ সায়েন্সেসের ইনস্টিটিউট অফ ইউরোপীয় স্টাডিজের পরিচালক উ বাই ই তার বক্তব্যে বলেন, এটি চীনে প্রকাশিত প্রথম ইতালিয়ান ব্লু বুক এবং এটির প্রকাশনা চীন ও ইতালির মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পঞ্চাশতম বার্ষিকীর সঙ্গে সম্পর্কযুক্ত; যা বিশেষ তাত্পর্যপূর্ণ। তিনি বলেন, ইতালিয়ান ব্লু বুক ছয় ইতালিয়ান বিশেষজ্ঞকে নিবন্ধ লেখার আমন্ত্রণ জানিয়েছে। তিনি বলেন, ইতালীয় ব্লু বুক ভবিষ্যতে চীন-ইতালি সাংস্কৃতিক বিনিময়ের একটি সহযোগী প্ল্যাটফর্ম হিসাবে কাজ করবে।

অনলাইন বই প্রকাশের অনুষ্ঠানের পর একাডেমিক সেমিনারও অনুষ্ঠিত হয়। সেমিনারের বিষয়গুলি ছিল চীন ও ইতালির মধ্যে ৫০ বছরের কূটনৈতিক সম্পর্ক এবং ইতালির পরিস্থিতি ও গুরুত্বপূর্ণ কিছু বিষয়।

(জিনিয়া/তৌহিদ/শুয়েই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040