ইসরায়েলি গায়ক চীনের প্রতিটি প্রাদেশিক প্রশাসনিক ইউনিট নিয়ে গান রচনা করতে আগ্রহী
  2020-07-28 13:29:31  cri
এ বছর চীনে নভেল করোনাভাইরাস নিউমোনিয়ার প্রাদুর্ভাবের পর, ইসরায়েলি গায়ক গিলার্ড চিকিত্সা কর্মীদের শ্রদ্ধা জানিয়ে এবং চীনকে তাঁর আশীর্বাদ জানিয়ে চীনের পক্ষে "বাই ইয়োর সাইড" নামে একটি মহামারীবিরোধী গান রচনা করেছিলেন। নিউ ইয়র্কের টাইমস স্কয়ারের বড় পর্দায়ও গানটি শোনা যায়। সম্প্রতি, গিলার্ড একটি নতুন ধারণা পেয়েছেন। তিনি চীনের ৩৪টি প্রাদেশিক প্রশাসনিক ইউনিটের বিভিন্ন সাংস্কৃতিক বৈশিষ্ট্য সমন্বিত করে ৩৪টি গান তৈরি করবেন। এতে বিশ্বজুড়ে মানুষ গানের মাধ্যমে চীন সম্পর্কে জানতে পারবে।

গিলার্ড বহুবার চীন সফর করেন এবং চীনা গায়কদের সঙ্গে একই মঞ্চে পরিবেশনা করেছেন। তিনি চীনকে খুব ভালবাসেন। এ বছর মহামারীর বিরুদ্ধে চীনের লড়াইয়ের সময় তিনি অনুভব করেন যে, পশ্চিমা দেশগুলি চীনকে সত্যিই বুঝতে পারে না। কীভাবে সারা বিশ্বের মানুষ চীনকে বুঝতে পারবে? একজন গায়ক হিসাবে, গিলার্ড দুর্দান্ত ভালোবাসার থিমসহ চীনের প্রতিটি প্রদেশ, অঞ্চল এবং শহরের জন্য একটি করে গান তৈরির চিন্তা করেছেন। তিনি "কর্ড থ্রি ফোর" প্রকল্প দল প্রতিষ্ঠা করেন এবং ইতোমধ্যেই দুটি গান প্রকাশ করেছেন। কুয়াংসি'র জন্য রচিত এই 'এমন একটি প্লেস' গানটি কুয়াংসি নৃতাত্ত্বিক সংখ্যালঘুদের সংগীত উপাদানগুলিকে একটি সুন্দর সুরের সঙ্গে একত্রিত করেছে। স্নেহের সঙ্গে মানুষের ভালোবাসা এবং বাড়ির প্রতি আকাঙ্ক্ষা প্রকাশ করেছে। গিলার্ড বলেন যে প্রতিমাসে একটি গান প্রকাশিত হয় এবং ৩৪টি গান শেষ হতে তিন বছর সময় লাগবে। চীনের প্রতি তাঁর ভালবাসা এই প্রকল্পের জন্য কাজ করতে আগ্রহ যুগিয়েছে।

তিনি বলেন,

"আমি চীনা জনগণ এবং চীনা সংস্কৃতির প্রতি গভীর ভালবাসা রাখি। আমি মনে করি চীনের প্রকৃতি সবচেয়ে সুন্দর। চীনাদের সংগীতও খুব বৈশিষ্ট্যময়। চীনের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের স্বতন্ত্র বৈশিষ্ট্য আমাকে খুব উচ্ছ্বসিত করেছে। আমার পক্ষে, চীনা ঐতিহ্য, সুন্দর দৃশ্যাবলী এবং সুন্দর মানুষকে আমার বিশ্ব ভ্রমণকারীদের সঙ্গীতশৈলীর সঙ্গে নতুন রচনা তৈরি করতে এবং চীন সম্পর্কে আমার ভালোবাসা প্রকাশের একত্রিত করা একটি বিশাল চ্যালেঞ্জ।"

গিলার্ড বলেন যে, প্রতিটি গানে চীনা উপাদান রয়েছে, সাউন্ডট্র্যাকের একটি অংশে চিরাচরিত চীনা বাদ্যযন্ত্র ব্যবহার করা হয়েছে বা চীনা গায়কদের সঙ্গে পরিবেশিত হয়। প্রতিটি গানের এমভি সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হবে। তিনি বলেন,

"এই ৩৪টি গান চীনা ভাষা ও ইংরেজিতে প্রকাশিত হবে। আমি ইউটিউব এবং ফেসবুকের মতো আমাদের সংস্থার গ্লোবাল নেটওয়ার্ক চ্যানেলগুলি ব্যবহার করে চীন ও বিদেশে প্রকাশ করবো। কারণ, আমি মনে করি যে বিশ্বের জনগণ চীনাদের দয়ালু, সুন্দর এবং চীনের প্রাকৃতিক ও সাংস্কৃতিক সমৃদ্ধ ঐতিহ্য দেখতে পাবে।"

গিলার্ড বলেন যে, এ বছর মহামারীর কারণে তিনি এমভি শুট করার জন্য চীন আসতে পারেননি, যা তার সংগীত সৃষ্টিতে অনেক অসুবিধা সৃষ্টি করেছিল। সৌভাগ্যক্রমে, তিনি বিগত ৫ বছরে বহুবার চীন এসেছেন এবং প্রচুর পরিমাণ উপাদান সংগ্রহ করেছিলেন। এ ছাড়া কেউ তাকে বিশেষভাবে কিছু ভিডিও সরবরাহ করেছিল, যার জন্য তিনি অনেক কৃতজ্ঞ। গিলার্ড বলেন, তিনি বিশ্বাস করেন যে তাঁর গান ও মিউজিক ভিডিওগুলির মাধ্যমে অনেক দেশের লোক চীনের প্রেমে পড়বে এবং মহামারী শেষ হওয়ার পর তারা চীন সফর করবে। তাঁর ইসরায়েলি বন্ধুরা তাঁর তৈরি কুয়াংসি এমভি দেখে অবাক হয়েছে। তারা বলে যে, চীনে এত সুন্দর জায়গা আছে। তিনি বলেন,

"আমি খুব বিশ্বাস করি যে, লোকেরা চীন সম্পর্কে আরও জানতে চায়। সুতরাং আমার গানের এমভিতে কেবল সুন্দর সংগীতই নয়, প্রাকৃতিক সৌন্দর্যও থাকবে। লোকেরা চীন ভ্রমণ করতে এবং সুন্দর জায়গাগুলো ভ্রমণ করতে চাইবে যা তারা আগে জানত না।"

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040