ফরাসি লেখক তিব্বতের সাংস্কৃতিক ঐতিহ্য নিয়ে কথা বলেছেন
  2020-07-28 13:28:55  cri

২০০৭ সাল থেকে ফরাসি লেখক সোনিয়া বেল্লস চারবার তিব্বত ভ্রমণ করেছেন এবং তিব্বতি সংস্কৃতির উত্তরাধিকার ও বিকাশ সম্পর্কে গভীর ধারণা লাভ করেছেন। সোনিয়া বেল্লস বলেন যে, তিব্বতে যাওয়ার আগে তিনি ভেবেছিলেন, তিব্বতি ভাষা নিশ্চিহ্ন হয়ে গেছে। লাসা বিমানবন্দরে পৌঁছে তিনি আবিষ্কার করেন যে, সব চিহ্ন তিব্বতি ও চীনা ভাষায় ছিল। এ থেকে তিনি বুঝতে পারেন যে, পশ্চিমা জগতে প্রচারিত তথ্যগুলি ভুল ছিল। আসলে, পশ্চিমা জগতে আমাদের মধ্যে অনেকেই তিব্বতি সংস্কৃতি বোঝে না। আমাদের নিজেদের সত্যটি দেখা, অনুভব করা এবং সত্য আবিষ্কার করা উচিত। নিজস্ব চিন্তায় আটকে থাকা উচিত না। আপনার স্থানীয় লোকদের সাথে আরও বেশি যোগাযোগ করা উচিত, স্থানীয় সংস্কৃতি সম্পর্কে জানা এবং স্থানীয় খাবার উপভোগ করা উচিত।

সোনিয়া বেল্লসের মতে, কোনও সংস্কৃতি রক্ষা করা মানে ছোট বাক্সে আবদ্ধ রাখা নয়; যাতে এটি কেবল একটি যাদুঘরে পড়ে থাকে। এটি জীবিত রয়েছে। তা দেখানোর জন্য এটি সাংস্কৃতিক প্রাণশক্তি দরকার। সংস্কৃতির বিকাশ ও অন্যান্য সংস্কৃতির সাথে যোগাযোগ করা দরকার, যা খুব আকর্ষণীয়।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040