গরমকাল শুরু হতেই শহর বা গ্রামাঞ্চলে ঘুরঘুরে পোকার শব্দ শোনা যায়। প্রাচীনকাল থেকেই বিভিন্ন অঞ্চলের মানুষ এই পোকা সম্পর্কে বেশ আগ্রহী ছিল। বিভিন্ন স্থানে ঘুরঘুরে পোকা সম্পর্কিত লোকগল্প বা কিংবদন্তি রয়েছে, বিভিন্ন সংস্কৃতি ও ধর্মে ঘুরঘুরে পোকা সম্পর্কে নিজস্ব চিন্তা আছে। যেমন বৌদ্ধ ধর্মে ঘুরঘুরে পোকা সম্পর্কে বলা হয়, এর নবজন্মের শক্তি আছে; চীনা সংস্কৃতিতে ঘুরঘুরে পোকা উন্নতচরিত্রের প্রতীক। বিজ্ঞান ও প্রযুক্তিতে অনুন্নত যুগে মানুষ নিজস্ব পর্যবেক্ষণ ও কল্পনাশক্তির মাধ্যমে এই পতঙ্গ সম্পর্কে বোঝার চেষ্টা করত। তবে আধুনিক যুগে মানুষ ভালোভাবে ঘুরঘুরে পোকা সম্পর্কে বুঝতে পেরেছে।
আজকের পাঠটি হলো ফ্রান্সের বিখ্যাত সাহিত্যিক ও পতঙ্গবিজ্ঞানী জিন হেনরি ফাবে রচিত একটি প্রবন্ধ। এটি পরবর্তীতে তার পতঙ্গবিজ্ঞানের বই 'সুভেনিয়ারস এনটোমোলোজিক্সে' অন্তর্ভুক্ত হয়েছে। এতে প্রধানত ঘুরঘুরে পোকার ডিম ও মাটির নিচে এই পোকার জীবন সম্পর্কে লেখা হয়েছে। মাটির উপর ঘুরঘুরে পোকা প্রায় দুই মাস থাকে, গরমকাল শুরু হলে এগুলো মাটির নিচ থেকে বের হয়ে আসে, আর গরমকাল শেষ হলে মারা যায়। তবে অতীতে খুব কম মানুষই জানত যে মাটি থেকে বের হয়ে আসার আগে ঘুরঘুরে পোকা মাটির নিচে কয়েক বছর জীবনযাপন করে। মাটির নিচে তারা কীভাবে গর্ত করে, কীভাবে বাসা তৈরি করে....ঘুরঘুরে পোকার এসব অজানা কর্মকাণ্ড সম্পর্কে লেখক বিস্তারিত তার প্রবন্ধে লিখেছেন। এই প্রবন্ধে ঘুরঘুরে পোকা সম্পর্কে আরো বেশি বিজ্ঞান জানার পাশাপাশি পতঙ্গবিজ্ঞানীরা বৈজ্ঞানিক চেতনা বুঝতে পারেন এবং তারা কীভাবে কাজ করে তা জানতে পারেন।
বন্ধুরা, এই পাঠের প্রধান শব্দগুলো হলো:
蝉chán ঘুরঘুরে পোকা 昆虫 kūn chóng পোকা
习惯 xí guàn অভ্যাস特别的习惯 tè bié de xí guàn বিশেষ অভ্যাস
你有什么特别的习惯吗?nǐ yǒu shěn me tè bié de xí guàn ma? তোমার কোনো বিশেষ অভ্যাস আছে?
我习惯早上喝茶 wǒ xí guàn zǎo shàng hē chá আমি ভোরবেলায় চা পান করতে অভ্যস্ত
可以看到 kě yǐ kàn dào দেখা যায় 夏天可以看到这种花xià tiān kě yǐ kàn dào zhè zhǒng huā গরমকালে এই ফুল দেখা যায়।
可以听到 kě yǐ tīng dào শোনা যায় 在这里可以听到他的声音 zài zhè lǐ kě yǐ tīng dào tā de shēng yīn এই ঘরে তার শব্দ শোনা যায়।