প্রেসিডেন্ট সি খুয়ান ছেং অঞ্চলের থুয়ান শান সড়কের ছাং শান হুয়া ইউয়ান কমিউনিটি ও ছাং ছুন কমিউনিটি ক্যাডার ইন্সটিটিউট পরিদর্শনকালে দু'টো জায়গায় তৃণমূল সামাজিক ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজ-খবর নেন।
এদিন বিকেলে খুয়ান ছেং অঞ্চলের থুয়ান শান সড়কের ছাং শান হুয়া ইউয়ান কমিউনিটি ও তার সংলগ্ন ছাং ছুন কমিউনিটির ক্যাডার ইন্সটিটিউট পরিদর্শনের সময় সি চিন পিং বলেন, চীনের প্রশাসন ব্যবস্থার নির্মাণকাজের ভিত্তি আমাদের তৃণমূল স্তর। তৃণমূল স্তর সুসংবদ্ধ না-হলে, পাহাড় পর্যন্ত ধ্বংস হতে পারে। এ ভিত্তি সুসংবদ্ধ করতে কমিউনিটির প্রশাসন ও ব্যবস্থাপনা জোরদার করতে হবে।
এর পর সি চিন পিং ফাউ গ্রুপের গবেষণা ইন্সটিটিউটের সদরদপ্তর পরিদর্শন করেন। তিনি রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানের সংস্কার ও উন্নয়নকাজ সম্পর্কে খোঁজখবর নেন। ফাউ আগে এখানকার প্রথম গাড়ি প্রক্রিয়াজাত কারখানা ছিল। এ গ্রুপ বেশ কয়েকটি নিজস্ব ব্র্যান্ডের গাড়ি উত্পাদন করেছে।
গ্রুপের কারখানা পরিদর্শনকালে সি চিন পিং বলেন, পুরো প্রক্রিয়াজাত শিল্পে রয়েছে তুমুল প্রতিদ্বন্দ্বিতা। সংকট থেকে জন্ম হয় সুযোগের। ফাউ গ্রুপে আমরা এমন সুযোগ দেখেছি। চলতি বছর এ গ্রুপের উন্নয়ন সকলের দৃষ্টি আকর্ষণ করেছে। (রুবি/আলিম/শিশির)