বিশ্ব বাণিজ্য সংস্থা সদস্যদের মধ্যে মতভেদ নিরসনে চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে: রবার্তো আজেভেদো
  2020-07-24 16:23:19  cri

জুলাই ২৪: বিশ্ব বাণিজ্য সংস্থার বিদায়ী মহাপরিচালক রবার্তো আজেভেদো গতকাল (বৃহস্পতিবার) বলেন, ৭ বছরে তার নেতৃত্বে সংস্থার অর্জিত বিভিন্ন সাফল্য নিয়ে তিনি সন্তুষ্ট। তবে, সদস্যদের মধ্যে বাণিজ্যিক বিরোধ মোকাবিলায় সংস্থাটি চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। বৃহস্পতিবার এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। তাঁর কার্যমেয়াদ আগামী ৩১ অগাস্ট আনুষ্ঠানিকভাবে শেষ হতে যাচ্ছে।

তিনি বলেন, ২০১৩ সালের শেষ নাগাদ সংস্থাটির প্রথম বহুপক্ষীয় চুক্তি 'সুবিধাজনক বাণিজ্যচুক্তি' গৃহীত হয়। কিন্তু সংস্থাটিকে এখনও দুটি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। একটি হচ্ছে সদস্যদের মধ্যে বাণিজ্যিক সংঘাত মোকাবিলার জন্য একটি পূর্ণাঙ্গ ব্যবস্থা গড়ে তোলা এবং আরেকটি হচ্ছে সদস্যদেশগুলোর মধ্যে বিদ্যমান বাণিজ্যিক সংঘাতের তীব্রতা কমিয়ে আনা।

তিনি আরও বলেন, সংস্থার উচিত সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে সুশৃঙ্খলভাবে আস্তে আস্তে সামনে এগিয়ে যাওয়া। (ইয়াং/আলিম/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040