সি পিং শহরের লি শু জেলা পরিদর্শনকালে সি চিন পিং বলেন, কালো জমি রক্ষা করতে হবে। এ অঞ্চলে ভুট্টা ভালো হয় এবং এটি সয়াবিনের জন্মস্থানও বটে।
লু ওয়ে কৃষি সরঞ্জামবিষয়ক সমবায় পরিদর্শনের সময় সি চিন পিং বলেন, "কৃষি সমবায় দেখতে এখানে এসেছি। এটি দেশের জন্য খুব তাত্পর্যপূর্ণ। এখানকার জমি সমতল, যা কৃষিসরঞ্জাম ব্যবহারের উপযোগী। এর ভিত্তিতে কৃষি, প্রযুক্তি ও কৃষকের মান উন্নত হয়েছে। তাই আমরা দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সমবায় প্রতিষ্ঠার পথে এগিয়ে যাবো।" (রুবি/আলিম/শিশির)