চি লিন প্রদেশ পরিদর্শন করলেন সি চিন পিং
  2020-07-23 18:25:42  cri

জুলাই ২২: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং গতকাল (বুধবার) ও আজ (বৃহস্পতিবার) চি লিন প্রদেশ পরিদর্শন করেন। বুধবার বিকেলে তিনি সি পিং শহরের লি শু জেলার সবুজ খাদ্যশস্য উত্পাদনের দৃষ্টান্ত অঞ্চল, লু ওয়ে কৃষিসরঞ্জামবিষয়ক সমবায়ের খাদ্য উত্পাদন ও জমি সংরক্ষণ, কৃষি যান্ত্রিকীকরণসহ নানা বিষয়ে খোঁজখবর নেন। এরপর তিনি সি পিং যুদ্ধ মেমোরিয়াল পরিদর্শন করেন। সেখানে বিপ্লবীদের কথা স্মরণ করেন প্রেসিডেন্ট সি।

সি পিং শহরের লি শু জেলা পরিদর্শনকালে সি চিন পিং বলেন, কালো জমি রক্ষা করতে হবে। এ অঞ্চলে ভুট্টা ভালো হয় এবং এটি সয়াবিনের জন্মস্থানও বটে।

লু ওয়ে কৃষি সরঞ্জামবিষয়ক সমবায় পরিদর্শনের সময় সি চিন পিং বলেন, "কৃষি সমবায় দেখতে এখানে এসেছি। এটি দেশের জন্য খুব তাত্পর্যপূর্ণ। এখানকার জমি সমতল, যা কৃষিসরঞ্জাম ব্যবহারের উপযোগী। এর ভিত্তিতে কৃষি, প্রযুক্তি ও কৃষকের মান উন্নত হয়েছে। তাই আমরা দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সমবায় প্রতিষ্ঠার পথে এগিয়ে যাবো।" (রুবি/আলিম/শিশির)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040