আজকের টপিক: অবশেষে আমেরিকানদের মাস্ক পরার আহ্বান ট্রাম্পের
  2020-07-23 15:24:54  cri

মার্কিন জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের রিয়েল-টাইম পরিসংখ্যান অনুসারে, বেইজিং সময় আজ (বুধবার) সকাল ৮টা ৩৪ মিনিটে যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ মহামারীতে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ায় ৩৮ লাখ ৯৭ হাজার ৪২৯ জন। এদের মধ্যে মৃত্যুবরণ করেছেন ১ লাখ ৪১ হাজার ৯৬৯ মার্কিনি। তবে, মার্কিন রোগ নিয়ন্ত্রণ কেন্দ্রের বিশ্লেষণ অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এই ভাইরাসে আক্রান্ত রোগীর প্রকৃত সংখ্যা অনেক বেশি। প্রকৃত সংখ্যা প্রকাশিত সংখ্যার প্রায় ৬ থেকে ২৪ গুণেরও বেশি বলে সিডিসি মনে করছে।

এই ভাইরাস ঠেকাতে মাস্ক পরতে ও মাস্কের পক্ষে কথা বলতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বরাবরই অনীহা প্রকাশ করে এসেছেন। তিনি বরং মাস্কের বিরুদ্ধে ছিলৈন। তবে গতকাল (মঙ্গলবার) ভাইরাসসম্পর্কিত হোয়াইট হাউসের এক প্রেস ব্রিফিংয়ে ট্রাম্প মাস্ক পরতে জনগণের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, মাস্ক পরা পছন্দ না-করলেও আপনাকে এটা পরতে হবে। কারণ, ভাইরাসের বিস্তার ঠেকাতে এটা কার্যকর।

সিএনএনের এক সাংবাদিক বলেন, ট্রাম্প এই কথা বলার সময় মাস্ক পরে ছিলেন না। কেউ কেউ ট্রাম্পকে জিজ্ঞাসা করেন, তিনি আমেরিকানদের জন্য উদাহরণ স্থাপন করতে চান কি না। এর জবাবে ট্রাম্প তার পকেট থেকে নৌবাহিনীর নীল মাস্কটি বের করেন এবং বলে তিনি সবসময় মাস্ক সঙ্গে রাখেন এবং যেখানে সামাজিক দূরত্ব বজায় রাখা যায় না, সেখানে মাস্ক পরেন।

এদিকে, আন্তর্জাতিক বিখ্যাত মেডিকেল ম্যাগাজিন 'দ্য ল্যানসেট'-এর সম্পাদক হর্টন সিজিটিএনকে দেওয়া এক বিশেষ সাক্ষাত্কারে বলেন, কোভিড-১৯ মহামারী মোকাবিলার অভিজ্ঞতা থেকে দেখা যাচ্ছে, যারা বিজ্ঞানকে সম্মান করে সময়মতো প্রতিরোধক ব্যবস্থা নিতে পেরেছে, তারাই মহামারীর মোকাবিলায় সফল হয়েছে। আর যারা বিজ্ঞানকে উপেক্ষা করেছে এবং অন্ধভাবে আত্মতৃপ্ত থেকেছে, তারা ভুগেছে। হর্টনও আরও বলেন, 'আমি একবার আগে যুক্তরাষ্ট্রকে উন্নত প্রযুক্তি ও মেধার জন্য প্রশংসা করেছি। কিন্তু সেই যুক্তরাষ্ট্র এখন বিড়বিড় করছে। মার্কিন প্রেসিডেন্টের নেতৃত্বাধীন সরকার বিজ্ঞানের প্রতি সম্মান দেখায় বলে মনে হয় না'

(ওয়াং হাইমান/আলিম/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040