'স্টার মার্কেট' চীনের নব্যতাপ্রবর্তন উন্নয়নে সহায়ক: সিআরআই সম্পাদকীয়
  2020-07-22 19:42:00  cri
জুলাই ২২: চীনের পুঁজি বাজার সংস্কারের পরীক্ষামূলক ক্ষেত্র হিসেবে চিহ্নিত 'স্টার মার্কেট' চালুর এক বছর পূর্তি হয়েছে আজ (বুধবার)। গত এক বছরে এ বোর্ডের পরীক্ষামূলক রেজিস্ট্রেশনের ব্যবস্থা স্থিতিশীল ছিল। নির্ণায়ক ব্যবস্থামূলক নব্যতাপ্রবর্তন বাজারের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, যা চীনের অর্থনীতির রূপান্তরের পাশাপাশি বিশ্ব অর্থনীতির উন্নয়নে নতুন চালিকাশক্তি যুগিয়েছে।

স্টার মার্কেটের স্থিতিশীল পরিচালনা পুঁজি ও বিজ্ঞান-প্রযুক্তির নব্যতাপ্রবর্তনের জন্য নতুন পথ উন্মোচন করেছে। এ মার্কেট বিজ্ঞান ও প্রযুক্তিসংশ্লিষ্ট শিল্পপ্রতিষ্ঠানগুলোর জন্য অর্থ সংগ্রহের প্লাটফর্ম যুগিয়েছে এবং তাদের উন্নয়নে সহায়তা করছে। বাজারে বেশি স্বীকৃতি পাওয়া শিল্পপ্রতিষ্ঠানগুলো বড় হয়ে যাওয়ার ফলে প্রযুক্তিগত সাফল্য থেকে বাস্তব উত্পাদনের ক্ষমতায় পরিণত হয়। এতে চীনের অর্থনীতির গুণগত মানসম্পন্ন উন্নয়নসাধনেও কাজে লাগছে।

জানা গেছে, গত ২১ জুলাই পর্যন্ত মোট ১৩৩টি শিল্পপ্রতিষ্ঠান স্টার মার্কেটে যুক্ত হয়েছে। এসব প্রতিষ্ঠানের ব্যবসার মোট মূল্য ২.৬২ ট্রিলিয়ন ইউয়ান। মোট এক লাখ ৯৯ হাজার ১৫০ কোটি ইউয়ান অর্থ সংগ্রহ করা হয়েছে এই মার্কেটে। চায়না মিডিয়া গ্রুপের শাংহাই দপ্তরের প্রকাশিত 'স্টার মার্কেটের শ্বেতপত্র-২০২০' থেকে জানা গেছে, এ মার্কেটের শিল্পপ্রতিষ্ঠানগুলোর গবেষণায় ব্যয়ের পরিমাণ তাদের পুঁজির ১১.২৯ শতাংশ। (রুবি/আলিম/শিশির)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040