চাং হুই মেই
  2020-07-22 16:39:56  cri

চাং হুই মেই, ১৯৭২ সালের ৯ অগাস্ট চীনের তাইওয়ান প্রদেশের তাই তুং জেলায় জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনা ভাষা সঙ্গীত মহলের খুব মর্যাদাপূর্ণ একজন নারী কন্ঠশিল্পী।

১৯৯৬ সালে চাং হুই মেই ফরওয়ার্ড মিউজিকের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে এই কোম্পানির একজন শিল্পী হন। একই বছর তাঁর প্রথম অ্যালবাম 'বোন' প্রকাশিত হয়। এই অ্যালবাম বিক্রি হয়েছে ১০ লাখেরও বেশি কপি। এটি সেই বছর তাইওয়ানের কন্ঠশিল্পীর অ্যালবাম বিক্রির রেকর্ড ভেঙে দেয়।

১৯৯৭ সালে চাং হুই মেই-এর দ্বিতীয় অ্যালবাম 'BAD BOY' প্রকাশিত হয়। এটি বিক্রি হয়েছে ১৫ লাখেরও বেশি কপি। এটি ১৯৯৭ সালে তাইওয়ানের নারী কন্ঠশিল্পীর অ্যালবাম বিক্রির রেকর্ড ভেঙে দেয়।

১৯৯৮ সারে চাং হুই মেই-এর চতুর্থ অ্যালবাম 'হাতে হাত রাখা' প্রকাশিত হয়। একই বছর চাং হুই মেই যুক্তরাষ্ট্রের বিলবোর্ড সঙ্গীত তালিকার এশিয়ার সবচেয়ে জনপ্রিয় নারী কন্ঠশিল্পীর পুরস্কার জিতে নেন।

১৯৯৯ সালে চাং হুই মেই সিংগাপুরের শ্রেষ্ঠ সঙ্গীত পুরস্কারের সবচেয়ে জনপ্রিয় নারী কন্ঠশিল্পীর পুরস্কার লাভ করেন। ২০০০ সালে চাং হুই মেই চীনের কেন্দ্রীয় টেলিভিশিনের বার্ষিক বসন্ত উত্সবের সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে উঠে 'আমাকে অনুভূতি দাও' নামের গানটি পরিবেশন করেন।

২০০১ সালে চাং হুই মেই-এর অষ্টম অ্যালবাম 'যাত্রা' রিলিজ হয়। একই বছরের অক্টোবর মাসে তিনি ওনার্স রেকর্ডসে যোগ দেন এবং নিজের নবম অ্যালবাম 'সত্য' প্রকাশ করেন।

২০০২ সালে চাং হুই মেই যুক্তরাষ্ট্রের 'টাইম' ম্যাগাজিনের প্রচ্ছদে স্থান পান। তিনি অ্যালবাম 'সত্য' নিয়ে ১৩তম তাইওয়ানের গোল্ডেন ম্যালোডি অ্যাওয়ার্ডসের শ্রেষ্ঠ চীনা ভাষার নারী কন্ঠশিল্পীর পুরস্কার জিতে নেন।

২০০৩ সালে চাং হুই মেই অ্যালবাম 'সাহসী' প্রকাশ করেন। ২০০৪ সালে তাঁর দ্বাদশ অ্যালবাম 'হয়ত আগামীকাল' বাজারে আসে।

২০০৬ সালে চাং হুই মেই-এর ত্রয়োদশ অ্যালবাম 'আমি আনন্দ চাই' রিলিজ হয়। ২০০৭ সালে তিনি ইএমআই সঙ্গীত কোম্পানিতে যোগ দিয়ে নিজের আরেকটি অ্যালবাম 'স্টার' প্রকাশ করেন।

২০০৯ সালে চাং হুই মেই-এর অ্যালবাম 'আমি তো' প্রকাশিত হয়। ২০১০ সালে তিনি ২১তম তাইওয়ানের গোল্ডেন ম্যালোডি অ্যাওয়ার্ডসের শ্রেষ্ঠ চীনা ভাষার নারী কন্ঠশিল্পীর পুরস্কার জিতে নেন।

২০১১ সালে তাঁর অ্যালবাম 'তুমি আমাকে দেখছো?' বাজারে আসে। ২০১৫ সালে তাঁর অ্যালবাম 'আমি তো ২' প্রকাশিত হয়। ২০১৭ সালে তাঁর অ্যালবাম 'গল্পচোর' বাজারে আসে।

প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী চাং হুই মেই-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে, শোনা হবে গান। (শুয়েই/আলিম/সুবর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040