লুউ সিং থুয়ান
  2020-07-23 16:19:14  cri


বন্ধুরা, আজকের অনুষ্ঠানে চীনের জনপ্রিয় একটি রক ব্যান্ডের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো, এর নাম 'লুউ সিং থুয়ান' বা 'জীবনযাত্রা'। তাদের গান অন্যান্য রক গানের মতো ঝংকারপূর্ণ নয়, বরং জীবনীশক্তিসম্পন্ন। তাদের গানগুলো মানুষের মধ্যে এসব অবেদন সৃষ্টি করতে পারে, ব্যস্ত জীবনে লোকদের সান্ত্বনা দিয়ে পারে। বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমরা একসঙ্গে ব্যান্ড 'লুউ সিং থুয়ানের' কিছু সুন্দর গান শুনবো।

অনুষ্ঠানের শুরুতে একসঙ্গে শুনুন তাদের জনপ্রিয় একটি গান গান 'অতীতের গান'।

গান ১

লুউ সিং থুয়ান বা জীবনযাত্রা ব্যান্ডের প্রধান গায়ক খোং ইয়াং, গিটারিস্ট হুয়াং চি চুন, কিবোর্ড প্লেয়ার ওয়েই ওয়েই ও ড্রামার সিয়ু পিয়াও- এই চারজনকে নিয়ে গঠিত। মাধ্যমিক স্কুলে পড়ার সময় তারা এই ব্যান্ড গঠন করেন। ২০০০ সালের দিকে যখন তারা সবাই ছাত্র ছিল, তখন লুউ সিং থুয়ান তাদের প্রথম গান প্রকাশ করেন। ২০০৫ সালে লুউ সিং থুয়ান বেইজিংয়ে এসে একটি সংগীত কোম্পানিতে যোগ দেন এবং নতুন গান প্রকাশ করেন। এটি হলো তাদের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ।

বন্ধুরা, এখন শুনুন লুউ সিং থুয়ানের গান 'Seattle Sunshine'।

গান ২

আত্মপ্রকাশের পর লি সিং থুয়ান বিভিন্ন সংগীত উত্সবে যোগ দেন এবং তরুণদের মধ্যে পরিচিতি পান। ২০০৮ সালে লি সিং থুয়ান তাদের প্রথম অ্যালবাম 'জীবনযাত্রা' প্রকাশ করেন। অ্যালবামের নাম হচ্ছে তাদের ব্যান্ডের নাম। এতে সংগীত ও জীবন সম্পর্কে তাদের ধারণা প্রকাশিত হয়- এটি হলো জীবন ও যাত্রা। তারা সংগীতের মাধ্যমে তাদের জীবন রেকর্ড করেন এবং সংগীত নিয়ে এ যাত্রা করেন।

বন্ধুরা, এখন শুনুন অ্যালবামে লি সিং থুয়ানের একটি সুন্দর গান 'take me away'।

গান ৩

প্রথম অ্যালবাম প্রকাশ করতেই লুউ সিং থুয়ান তরুণদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পায় এবং কনসার্ট ট্যুর আয়োজন করেন। ২০০৯ সালে লুউ সিং থুয়ান নতুন ছোট অ্যালবাম প্রকাশ করেন এবং সে বছর চীনের শ্রেষ্ঠ নতুন রক গায়কের পুরস্কার পান। বিভিন্ন মিউজিক ফেস্টিভালে তাদের পারফরমেন্স দেখা যায়, আর তারাও তখনকার সবচেয়ে জনপ্রিয় রক ব্যান্ডে পরিণত হন। ২০১১ সালে লুউ সিং থুয়ান দ্বিতীয় অ্যালবাম প্রকাশ করেন, অ্যালবামটি সে বছর 'শ্রেষ্ঠ সংগীতের' পুরস্কার পায়। বন্ধুরা, এখন শুনুন অ্যালবামের একটি সুন্দর গান 'নৌকা'।

গান ৪

ব্যান্ডের নামের মতো লুউ সিং মনে করেন জীবন যেন একটি যাত্রা। মানুষ এ যাত্রায় বিভিন্ন দৃশ্য দেখে, বিভিন্ন লোকের সঙ্গে দেখা হয় ও বিদায় জানাতে হয়। অনেক হাসি-আনন্দ-দুঃখ জমা হয়। আর তারা সংগীতের মাধ্যমে এসব অনুভূতি প্রকাশ করা যায়। বন্ধুরা, এখন শুনুন লুউ সিং থুয়ানের একটি সুন্দর গান 'আমি সবসময় সেখানে আছি'। গানের কথা সহজ কিন্তু আন্তরিক ও মনোমুগ্ধকর।

বন্ধুরা, এখন গানটি শুনি।

গান ৫

২০১২ সালে লুউ সিং থুয়ান 'বেইজিংয়ের গরমকালের রাত' নামে একটি গান প্রকাশ করেন। আর এ গানের জন্য ১৩তম 'শীর্ষ চীনা সংগীত' অ্যাওয়ার্ডের শ্রেষ্ঠ রক ব্যান্ড ও শ্রেষ্ঠ রক গানের পুরস্কার পান। ২০১৩ সালে তারা নতুন অ্যালবাম 'আমি আর গান গাইবো না' প্রকাশ করে। অ্যালবামের প্রধান গানটি সে বছরের সবচেয়ে জনপ্রিয় রক গানের পুরস্কার পায়। এরপর লুউ সিং থুয়ান চীনের সবচেয়ে জনপ্রিয় রক ব্যান্ড শিল্পী হন এবং অনেক জনপ্রিয় গান প্রকাশ করেন।

বন্ধুরা, এখন শুনুন লুউ সিং থুয়ানের গান 'বেইজিংয়ের গরমকালের রাত'। গানটি তার নিজের অভিজ্ঞতার আলোকে তৈরি হয়েছে।

গান ৬

বন্ধুরা, অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা একসঙ্গে লুউ সিং থুয়ান ব্যান্ডের আরও একটি সুন্দর গান 'Bye Bye' শুনবো। গানে তারা ইন্টারনেট জগতকে বিদায় জানায়, অতীতকে বিদায় দেয়, কপট দুনিয়াকে বিদায় দেয় এবং এই পৃথিবীকে বিদায় বলে দেয়। তবে, তারা এ বিদায়ের মাধ্যমে একটি নতুন সুন্দর পৃথিবীকে স্বাগত জানায়। আশা করি, গানটি আপনাদের ভালো লাগবে।

গান ৭

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040