জুলাই ২১: আজ (মঙ্গলবার) চীনের মানবসম্পদ ও সামাজিক নিশ্চয়তা মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছর দেশের তিন ধরনের সামাজিক নিশ্চয়তা বীমার মোট ১.৯ ট্রিলিয়ন ইউয়ান প্রিমিয়াম মওকুফ করা হবে এবং অবসরকালীন ভাতাও সময়মতো পরিশোধ করা হবে।
চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকেই কোম্পানিগুলোর কর্মীদের অবসর বীমা, বেকার বীমা, ও কর্মক্ষেত্রে আহত বীমার প্রিমিয়াম মওকুফ করার এবং প্রিমিয়াম জমা দেওয়ার সময় বাড়ানোর প্রক্রিয়া শুরু হয়। কোম্পানিগুলোর জন্য এমন মওকুফ অভূতপূর্ব। কোম্পানিগুলোর স্থিতিশীলতা রক্ষা ও কর্মসংস্থান পরিস্থিতি স্থিতিশীল রাখতে এটি সহায়ক হবে। (শিশির/আলিম/রুবি)